ফাগুনের আগুন ছড়ালেন যারা

মাত্র কিছু দিন আগেও ঢাকা শহরের শান্তিনগর- মালিবাগ রুটে ছিল এক বাস সার্ভিস, নাম ‘ফাল্গুন’। শহুরে রোদ্দুরে পুরোটা বছর জুড়ে ‘ফাল্গুন’ বসত করতো স্রেফ এই বাসেই। যদিও বাংলায় আনুষ্ঠানিক ফাল্গুন আসে ফি বছরের ১৩ ফেব্রুয়ারি। শুভ সূচনা ঘটে বসন্তের।

আজকের ফাগুনের প্রথম প্রহরেই অবশ্য আগুন লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে উঠেছে মুখর।

তো বিষয়টা কি? কারা আগুন লাগিয়েছেন?

আপাতত সংখ্যাটা দুই। দুই নারী স্কুটি চালক মাতিয়েছেন শহুরে ঢাকার পহেলা ফাগুনের সকাল।

হলুদ বাইকে বসন্ত বরণ ছবি ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা শহরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাইক। শুধু ছেলেরাই নয়, ব্যবহার করছে মেয়েরাও। আর আজ এই ফাগুনে দুই নারী সুসজ্জিত হয়ে চেপেছিলেন নিজেদের বাহনে। গন্তব্যের হদিস যদিও জানা নেই কারোর!  সতর্ক মুঠোফোনের ক্যামেরায় তারা ধরা পড়েছেন। তারপর আর কি? যথারীতি ছবিগুলো ছড়িয়ে গেছে সকলের টাইমলাইনে।

উৎসবের পথে যাত্রা  ছবি ফেসবুক থেকে সংগৃহীত

মাথায় হলুদ গাঁদা, উৎসবের রঙ্গিন শাড়ি আর তার সাথে স্কুটি? দেখছে বাঙালি এমন ফিউশন। উৎসবে, অনুপ্রেরণায় এগিয়ে চলুক নারীরা, সকলে।