“কাছে আসার তিন গল্প” নিয়ে আসছে ক্লোজআপ!

সময়টা ২০১১। টিভি নাটকের জয়জয়াকারের সময়। নির্মাণে-প্রচারে একেবারেই এক নতুন ধারনা নিয়ে তখন হাজির হয় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম এবং দেশে সর্বাধিক ব্যবহৃত জেল টুথপেস্ট ব্র্যান্ড ‘ক্লোজআপ’। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কের পাশে দেখা মেলে বিশাল এক একটি বিলবোর্ডের আর যেখানে ভালোবাসা দিবসে বিশেষ এক নাটক দেখার আহবান। তখন এমন প্রচারণা সকলের কাছেই ছিল অনেকটা নতুন। পাশাপাশি যে নাটকটি ভালোবাসা দিবসে প্রচারিত হতে যাচ্ছে সেই গল্পটি একদমই সাধারণ কোন মানুষেরই লেখা। অর্থাৎ আপনি নিজের কাছে আসার গল্পটাই লিখতে পারেন আর সেটা মনোনীত হয়ে গেলে আপনার নামটাই দেখা যাবে বিলবোর্ডে। কারন যে মানুষটি ঘরে বসে টুকটাক গল্প লিখছিলেন, তিনিই হয়ে গেলেন গুণী নির্মাতার নাটকের গল্পকার। আর তার পাঠানো গল্পে জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নির্মিত হচ্ছে ভালবাসা দিবসের বিশেষ নাটক। আর বিস্ময়ের এই আয়োজনই করে চলেছে ক্লোজআপ। ‘কাছে আসার গল্প’ নামে প্রথম বারে যে তিনটি নাটক বানানো হয়েছিল, তিনটি গল্পই ছিল দর্শকদের পাঠানো। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিল।

তবে ক্লোজআপের প্রথমবারের আয়োজনের পর দুই বছর বিরতি দিয়ে এরপর আবার ২০১৪ থেকে আয়োজন করে ‘কাছে আসার গল্প-২’। আর এটা শুধু নাটকের জন্যই জনপ্রিয় হয়নি বরং পাশাপাশি হয়ে উঠেছে একটি বড়সড় প্রতিযোগিতাও। কারন এখানে দর্শকদের কাছ থেকে গল্প আহ্বান করা হয় এবং হাজার হাজার গল্পের মধ্য থেকে নির্বাচিত হয় সেরা গল্পাটি। তখন থেকে প্রতি বছরই ক্লোজআপ আয়োজন করে আসছে ভালবাসা দিবসের সেরা তিন গল্পের নাটক। এবারো আয়োজনে থাকছে এমনি তিনটি নাটক যা সাধারণ দর্শকদের পাঠানো গল্প থেকেই নির্বাচিত। তবে নামটা আর ওই ‘কাছে আসার গল্প’ নেই, একটু যোগ হয়েছে ‘কাছে আসার সাহসী গল্প’। বলা হচ্ছে, ভালোবাসাকে পূর্ণতা দিতে গিয়ে যেসব সাহসী ও বেপরোয়া ঘটনা দুজন মানুষকে পরস্পরেরর কাছে আনে, সে গল্পই বলা হবে এ বছরের নাটকগুলোতে। এ ধরনের গল্পই আহ্বান করা হয়েছিল। চলুন দেখে নেয়া যাক এবারের ভালবাসা দিবসে কোন তিনটি রোমান্টিক প্রেমের নাটক থাকছে টিভি পর্দায়।

আমি তোমার গল্প হবো’ নাটকে জনপ্রিয় লাক্স তারকা টয়া

আমি তোমার গল্প হবো– বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও লাক্স তারকা টয়াকে নিয়ে খায়রুল হাসানের গল্পে গুণী তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন ‘আমি তোমার গল্প হবো’ নাটকটি। নাটকে একজন ফটোগ্রাফার ও একজন ওয়েডিং প্ল্যানার হিসেবে দেখা যাবে এই দুই তারকাকে।একটি বিয়ের আয়োজনে ওয়েডিং প্ল্যানার হিসেবে সেখানে উপস্থিত হন টয়া। ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট ব্যস্ত টয়ার সঙ্গে সেখানেই পরিচয় ঘটে ফটোগ্রাফার তৌসিফের। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব ও একটা সময়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমনই গল্পে নির্মিত নাটকের নাম ‘আমি তোমার গল্প হবো’।

 

তবুও ভালোবাসি’ নাটকে অভিনয়ে আছেন জনপ্রিয় অভিনেতা সাফা কবির ও সিয়াম

তবুও ভালোবাসি– জনপ্রিয় অভিনেতা সাফা কবির ও সিয়াম আহমেদকে নিয়ে ভালবাসা দিবসে নাটক বানিয়েছেন রোবায়েত মাহমুদ। নাটকে টাইটেল গান করেছেন অদিত। এ কে এম মাহফুযুল আলম অনিক-এর গল্পে নির্মিত হয়েছে ‘তবুও ভালোবাসি’ নাটকটি।

 

‘শহরে নতুন গান’ নাটকে সাবিলা নূর ও মনোজ কুমার

শহরে নতুন গান– সাবিলা নূর ও মনোজ কুমার প্রামাণিককে নিয়ে ভালবাসা দিবসে এবারে নাটক নির্মাণ করেছে সাফায়েত মনসুর রানা। গল্প লিখেছেন মো. রফিকুল ইসলাম। নাটকটিতে একটি গানও রয়েছে যেটি তৈরি করেছেন রাফা।

ভালোবাসা দিবস উপলক্ষে ছয় তারকা অভিনীত ভালোবাসার তিনটি নাটক প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিট থেকে।