বাংলাদেশে এবার করোনা বুথ

কোভিড-১৯ পরীক্ষা নমুনা সংগ্রহে দক্ষিণ কোরিয়ার মডেলে রাজধানীসহ সারা দেশে ৪৪টি কিয়স্ক বুথ বসানো হয়েছে, এই উদ্যোগ গ্রহন করেছে বেসরকারি একটি এনজিও।

এই বুথগুলো সরকারের ডিজিএইচএস এবং এজিও জেকোজি হেল্থ কেয়ারের একটি যৌথ উদ্যোগ। এই বুথগুলোতে করোনার লক্ষণ থাকলে বা সন্দেহ থাকলে যেকেউ গিয়ে টেস্ট করাতে পারবেন।

সোমবার, ১৩ এপ্রিল, আনুষ্ঠানিকভাবে এই বুথগুলোর যাত্রা শুরু হয়। ৪৪ টি বুথের মধ্যে ৮টি বুথ ঢাকাতে, ৮টি নারায়নগঞ্জে এবং বকিগুলো অন্যান্য বিভাগে তৈরি করা হয়েছে। দেশব্যাপী মোট ৩২০ টি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় এনজিও নমুনা সংগ্রহ করবে এবং ডিজিএইচএস এর পরীক্ষা করাবে।

সন্দেহভাজন করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সিওলের একটি হাসপাতাল সর্বপ্রথম বুথের মাধ্যমে পরীক্ষা সুবিধা চালু হয়। সেখানে সফল হবার পর ভারতের কেরালা রাজ্যেও পদ্ধতিটি চালু করা হয় । এবার বেসরকারি সংস্থা জেকোজি হেলথ কেয়ারের সহায়তায় বাংলাদেশেও করোনার নমুনা সংগ্রহের এ পদ্ধতিটি চালু হয়েছে।

কাঁচে ঘেরা কেবিনের মতো দেখতে নমুনা সংগ্রহ বুথটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, এতে করে স্বাস্থ্যকর্মীরা যেখানে বসে কাজ করবেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকবে। স্বাস্থ্যকর্মীরা বুথের বাইরে দাঁড়ানো মানুষের শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবেন। এই সময় তারা গ্লাবস এবং সুরক্ষিত পোশাক পরে থাকবেন, ফলে তারা থাকেন পুরোপুরি নিরাপদ।

কর্মকর্তাদের মতে, প্রতিবার নমুনা সংগ্রহের পর গ্লাভস এবং যে চেয়ারে অপর ব্যক্তিকে বসিয়ে নমুনা সংগ্রহ করা হবে তা জীবাণুমুক্ত করা হবে।

এখন আর সন্দেহ হলে হটলাইনে ফোন ‍দিয়ে অপেক্ষা করতে হবে না। প্রয়োজনে নিজেই গিয়ে করোনার পরীক্ষা করানো যাবে।