মাটির সুরের যে উৎসব শেকড়ের টানে, সুরের টানে সবাইকে এক করে তোলে প্রতি বছর, তার নাম ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে গেল তিন বছর। সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেই আগামী ১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮। তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।
প্রতি বছরের মতো এবারেও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। সেই ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করেন। এবারে কোন কোন শিল্পী আসছেন, কবে কার কখন পরিবেশনা- এ সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখতে হবে http://dhakainternationalfolkfest.com– এই ওয়েবসাইটে।