যেই ছেলেটি মনের ভেতর লুকিয়ে রেখেছে কারও জন্য অবাধ ভালোবাসা, আজ তার মন ভেঙেছে। ইউটিউবে পুরনো বিজ্ঞাপনে যেই প্রিয় দু’টি মুখ দেখতে রোজ আঙ্গুল চালিয়েছে কোন আবেগী তরুণী, মন ভেঙেছে আজ তারও। প্রত্যেকের ওয়াল জুড়ে রয়েছে অসম্ভব মন খারাপের এক গল্প- জনপ্রিয় জুটি তাহসান-মিথিলার ডিভোর্স!!
“কাছে আসার গল্প” শিরোনামে একটি বহুজাতিক কোম্পানির ব্যানারে সবচেয়ে আলোচিত বিজ্ঞাপনটি ছিল তাহসান আর মিথিলার কাছে আসার গল্প নিয়ে। হৃদয়ে আলোড়ন তুলতে কিন্তু তাদের গল্পটি বেশ। অথবা পেছনে ফিরে দেখি সেই রোমান্সে ভরা নারকেল তেলের বিজ্ঞাপন।
এই জুটির ভাঙন দেখে মনে হয় না আর এমন প্রেমে মাতাল কোনো বিজ্ঞাপন নির্মিত হবে সামনে। দর্শক দেখবে না আর “মধুরণ সমাপয়েৎ” নামের মধুর কোন নাটক। তবে হ্যাঁ, আর্কাইভে থেকে যাবেন দু’জন। কোন চ্যানেল, ইউটিউব অথবা তাদের শুভাকাঙ্ক্ষীদের হৃদয়েই। সে ছাড়া আর উপায় কি?
এরই মাঝে ফেসবুকে ইভেন্ট হয়েছে তাদের বিচ্ছেদ ঠেকাতে। ফেসবুকের প্রোফাইল বদলে ফেলেছেন অনেক ফ্যান, প্রিয় জুটির ছবি দিয়ে। বিচ্ছেদ নিয়ে মানুষের আবেগ ইতিহাসের কাছাকাছি গিয়ে ঠেকেছে। যদিও তথ্যসূত্র বলছে, ফিরে আসার অধ্যায়েই আর নেই তারা। মাস দুয়েক আগেই নিজেদের বিয়ের কফিনে শেষ পেরেক ঠুকেছেন দু’জনে।
দেশের আলোচিত টেলিকম কোম্পানির এক আলোচিত বিজ্ঞাপনে পরিচয় হয়েছিল আরো এক তারকা জুটির। সময়ের কালে কালে খবরের শিরোনাম হয়েছেন তারাও। সে গল্প শখ–নিলয়ের। তাদের প্রেমের ক্যারিয়ারে ভাঙা গড়াও ছিল অনেক। তবে ভাঙতে ভাঙতে শেষ বেলায় জোড়া লেগেছিলেন আবারও। বিয়ে করেছিলেন অনেকটা নীরবেই। তবে এবার ডিভোর্স দিয়ে আবারো খবরের শিরোনাম হয়েছেন তারা। দর্শক চাইলে দেখে নিতে পারেন বিয়ের বাড়ির থিমে করা তাদের সেই আলোচিত বিজ্ঞাপনটিও। পরিণতি যদি বাস্তবে সুখের নাও হয় তবে চোখ জুড়োতে স্মৃতি হাতড়ানো ছাড়া উপায় কি?