লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্দান্ত গোল করা গ্যারেথ বেল ভাবতেই পারেন, এমন পারফর্ম যদি কয়েক দিন আগে দেশের হয়ে করা যেত! আপাতত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়েই যে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। বেলের মতো বিশ্ব কাঁপানো অনেক তারকাই রয়েছেন, যারা পুরো ফিট বা ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও এবারের বিশ্বকাপে থাকছেন স্রেফ দর্শক হয়ে কারণ নিজেদের দেশ যে কোয়ালিফাইং রাউন্ডের খানাখন্দতেই আটকে গেছে!
১. গ্যারেথ বেল (ওয়েলস)
ছোট দলের অনেক বড় তারকা গ্যারেখ বেল। ফর্ম এখন ভালোও বটে। যদিও ইনজুরির শিকার হয়ে মাঝে অনেকটা লম্বা সময় নিজের আসল খেলা একেবারেই দেখাতে পারেননি দর্শকদের। যার মাশুল তার দেশ এবং ক্লাব, দুটোকেই গুণতে হয়েছে। রিয়াল খুইয়েছে এবারের লা লিগার শিরোপা, ওদিকে ওয়েলস ব্যর্থ হয়েছে বাছাইপর্ব পেরোতেই।
২. মারেক হামসিক (স্লোভাকিয়া)
নিজের দেশ ছাড়াও নাপোলি ক্লাবেরও অধিনায়ক এই স্লোভাক মিডফিল্ডার। সম্প্রতি নাপোলির হয়ে সর্বমোট ১১৬ গোল করে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার রেকর্ড, নাপোলির অল-টাইম টপ স্কোরার এখন হামসিক। তবে এই প্রাপ্তিরে পরেও বিশ্বকাপ মৌসুমে কেবল হতাশাই হয়ত সঙ্গী হামসিকের, কারণ বাছাই পর্বে অল্পের জন্য শেষরক্ষা হয়নি তার দল স্লোভাকিয়ার।
৩. আরতুরো ভিদাল, অ্যালেক্সিস সানচেজ (চিলি)
ইতালির মতো চিলিরও এবারের বিশ্বকাপ খেলতে না পারার বিষয়টি ফুটবলপ্রেমীদের জন্য দারুণ হতাশার। গত দুই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি যে বিশ্বকাপের বাছাইপর্বই উতরোতে পারেনি পেরুর সাথে গোল ব্যবধানের পাল্লায় না পেরে। আর সে জন্যই, আরতুরো ভিদাল কিংবা অ্যালেক্সিস সানচেজের জাদুকরী পারফরমেন্স দেখার সুযোগ এবারের বিশ্বকাপে পাওয়া যাবে না।
৪. মার্কো ভেরাত্তি (ইতালি)
ইতালির বিশ্বকাপ খেলতে না পারায় বহু তারকাকেই এবারে মিস করবে ফুটবল বিশ্ব। বুফনের মতো তারকাকে শেষবারের মতো পারফর্ম করতে দেখার সুযোগও হারাতে হয়েছে ফুটবলপ্রেমীদের। বোনুচ্চিকেও আর দেখা যাবে কি না সন্দেহ আছে, বারজাগিল আর চিয়েলিন্নিরও তো সময় শেষ! আর এই বর্ষীয়ানদের ছাড়াও, ভালো ফর্মে থাকা তরুণ খেলোয়াড় মার্কো ভেরাত্তিরও এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না। আরও ৪ বছর পর সময় আর ফর্ম কেমন থাকবে, তাও তো একটা প্রশ্ন!
৫. ভার্জিল ভ্যান ডাইক (নেদারল্যান্ডস)
লিভারপুলের এই দামী ঢিফেন্ডার ক্লাবের জন্য যত ভালোই পারফর্ম করুন, বিশ্বকাপে নিজ দেশের রক্ষণভাগ সামলানোর ভার এবারে তার ভাগ্যে নেই। কোয়ালিফাইং রাউন্ডে রুগ্ন পারফরমেন্সে বিশ্বকাপের টিকেট মিস করা নেদারল্যান্ডসের জন্য নতুন কিছু নয়, এবারেও ঘটনা তাই। ভ্যান ডাইকের কেরামতি আপাতত লিভারপুল ডিফেন্সেই সীমাবদ্ধ থাকছে।