ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল ‘ওয়ানপ্লাস ৬’ নিয়ে আসছে বাজারে। আইফোনের সর্বশেষ ডিজাইনের সাথে এর বহু মিল রয়েছে বলে ইতিমধ্যে এ নিয়ে তর্ক-বিতর্কও কম হয়নি। ৬.৩ ইঞ্চি ডিসপ্লের একদম উপরে মাঝ বরাবর রয়েছে একটি খাঁজ, যা আপনাকে হয়তো মনে করিয়ে দিবে আইফোনের কথা। কিন্তু ওয়ানপ্লাসের ডিজাইনটি হয়েছে আরো নিখুঁত, আরো যত্ন নিয়ে তৈরি। তাই বেশিরভাগ খদ্দের পছন্দই করেছেন ডিজাইনে এই নতুনত্ব।
‘ওয়ানপ্লাস ৬’ এর ডিজাইনে আরেকটি বড় পরিবর্তন আছে। এতদিন ধরে ওয়ানপ্লাস মোবাইলের পেছনটা অ্যালুমিনিয়াম বডিই রেখে আসছিলো, কিন্তু অন্য সব কোম্পানির ফ্ল্যাগশিপের সাথে টেক্কা দিতে এবারের ডিজাইনে থাকছে ‘গ্লাস ব্যাক’।
সফটওয়্যারের ব্যাপারে ওয়ানপ্লাস-কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। পরিচ্ছন্ন ও দ্রুতগতির ইন্টারফেস থাকছে বরাবরের মতোই। ‘ওয়ানপ্লাস ৬’ হতে যাচ্ছে প্রথম মোবাইল ফোন যা অ্যন্ড্রয়েড পি-বেটা সাপোর্ট করবে। ফোনটির ক্যামেরাতেও এসেছে কিছু পরিবর্তন। অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন যুক্ত করা হয়েছে ব্যাক ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরার সেন্সর আগের চেয়ে ১৯% বড় করা হয়েছে। দু’টো ক্যামেরা দিয়েই বোকেহ-পোর্ট্রেইট মোডে ছবি তোলা যাবে। এছাড়াও স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, অ্যাড্রেনো ৬৩০ গ্রাফিক্স, ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে ফোনটিতে। মোবাইলটির স্ক্রিন অবশ্যই গরিলা গ্লাস, রেজ্যুলেশন থাকছে ২২৮০X১০৮০। ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ব্লুটুথ ৫, ফাস্ট চার্জিং সুবিধা থাকবে ফোনটিতে। একই সাথে দুইটি ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে মোবাইল ফোনটিতে।
গ্লসি, ম্যাট ব্ল্যাক বা হোয়াইট ভ্যারিয়েন্ট এই তিন রঙে বাজারে পাওয়া যাবে ফোনটি। মোবাইলটির দামও কিন্তু আকাশছোঁয়া নয়। বাজারের অন্য সব কোম্পানির ফ্ল্যাগশিপ হতে তুলনামূলকভাবে কমই পরছে ওয়ানপ্লাস ৬ এর দাম। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ওয়ানপ্লাস ৬ এর দাম ধরা হয়েছে ৫২৯ ডলার। এমাসের ২২ তারিখ থেকেই আন্তর্জাতিক বাজারে মোবাইলটি কিনতে পারবেন ভোক্তারা।