ক্ষুদে শিল্পীদের ছবির রাজ্য

 “I believe that my culture and nationality are a huge part of who I am –Abinta Kabir”

অবিন্তা কবীর ভালোবাসতেন এই বাংলাদেশকে, এই মাটিকে। ছেলেবেলা থেকে স্বদেশপ্রেম, সংস্কৃতির প্রতি যেই অনুরাগ গড়ে উঠেছিল তার হৃদয়ে এই কথাগুলো যেন তারই এক অনন্য বহিঃপ্রকাশ।

স্মৃতিতে অবিন্তা

অবিন্তা কবীরের অকাল প্রয়াণে থেমে থাকেনি তার স্বপ্ন। দেশের প্রতি সেই ভালোবাসাকে প্রেরণা করে প্রতিনিয়ত কাজ করছে অবীন্তা কবীর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অঙ্গসংগঠন অবিন্তা গ্যালারী অফ ফাইন আর্টস শিশুদের জন্য আয়োজন করেছিল ছবি আঁকার প্রতিযোগীতা। ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন স্কুলে বিগত তিন মাসব্যাপী  আয়োজিত হয়েছিল এই চিত্রাংকন প্রতিযোগীতাগুলো। আর সেই প্রতিযোগীতার নির্বাচিত কাজ গুলো নিয়েই আয়োজিত হয়েছে এই প্রদর্শনী, The Little Artist

ক্ষুদে শিল্পী, তার কাজের সামনে।

গত ১১ মে এই প্রদর্শনীটির শুভ সূচনা হয়। সেসময় উপস্থিত ছিলেন চিত্রী হামিদুজ্জামান খান ও কনকচাঁপা চাকমা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অবিন্তা গ্যালারী অফ ফাইন আর্টসের চেয়ারপার্সন নীলু রওশন মুর্শেদ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ

অবিন্তা কবীরের স্বপ্ন ছিল এই দেশ নিয়ে, যেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগীতার। যেখানে মূল উদ্দ্যেশ্য ছিল শিশুদের মাঝে ছড়িয়ে দেয়া আলোর মশাল। যারা ছবি এঁকে নিজের মনের গল্প প্রকার করবে। তাদের মনে জাগ্রত হবে দেশপ্রেম। দেশীয় সংস্কৃতির প্রতি তৈরি হবে  ভালোবাসা।

ছোটদের জন্য আয়োজিত এই চিত্রাংকণ প্রতিযোগীতায় বয়স অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল। তাদের ছবি আঁকার মাধ্যম হিসেবে ছিল জলরং, প্যাস্টেল রঙ ও রঙ পেন্সিল। প্রতিযোগীদের আঁকা ছবিগুলো থেকে নির্বাচিত হয়েছে মোট ৬৬টি  কাজ। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা। আর সেই নির্বাচিত ছবিগুলো নিয়েই অবিন্তা গ্যালারী এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর ছবি সমাহার

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে মোট ৯টি স্কুল। স্কুলগুলো হল- এবিসি স্কুল, অবিন্তা কবীর ফাউন্ডেশন স্কুল, আমাদের পাঠশালা, চিটাগাং গ্রামার স্কুল, ফ্রোবেল একাডেমী, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও স্কলাস্টিকা।

দর্শক সমাগম 

আগামী ১৫ মে পর্যন্ত এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।