গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ৬ এপ্রিল মুক্তি পায় সারাদেশে। অনেকদিন পর একটি নিখাদ বাংলা প্রেমের সিনেমা পেয়ে দর্শকমহলও হয় বেজায় খুশি। হলগুলোও হচ্ছে তাই হাউজফুল। দেশজুড়ে একাধিক সিনেমাহলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
দেশ ছেড়ে এবার বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে ‘স্বপ্নজাল’। ২৭ এপ্রিল থেকে কানাডার ৪টি শহরের ৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। টরেন্টোর ‘ইয়াং-ডান্ডাস স্কয়ার’ ও ‘এগলিন্টন টাউন সেন্টার’, এডমন্টনের ‘সিনেমা সিটি মুভিস ১২’, ক্যালগেরির ‘সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস’ এবং উইনিপেগের ‘সিনেমা সিটি নর্থগেইট’- এ ৫টি হলে কানাডার দর্শকরা দেখতে পাবেন ‘স্বপ্নজাল’।
বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত ‘স্বপ্নজাল’ ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও ইয়াশ রোহান। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, ইরেশ যাকেরসহ আরও অনেকে।