অস্কারের ডামাডোল শেষ হতে না হতেই সিনেমাপ্রেমীদের জন্য আরেকটি সুখবর
সেকি! অমন করে তাকাচ্ছেন কেন? হয়তো ভাবছেন, রোজই তো কত সিনেমা বেরুচ্ছে! সেগুলো নিয়ে সবার ওই একইরকম কথার ঢং। যেন কি না কি হতে যাচ্ছে।
আরে মশাই, রাগছেন কেন? এটা কিন্তু সত্যিকারের ভালো খবর। নতুন চলচ্চিত্রের ঘোষণা যে দিয়েছেন কোয়ান্টিন টারান্টিনো। টারান্টিনো ফলোয়ার হলে নিশ্চয়ই জানেন যে, এর আগে টারান্টিনো বলেছিলেন ১০টির বেশি সিনেমা তিনি বানাবেন না, কারণ তিনি সংখ্যায় নন, মানে বিশ্বাসী। না, খবর সেটা নিয়ে নয়। নিজের প্রতিশ্রুতি তিনি এখনও ভাঙ্গেননি। বরং, এটি হতে যাচ্ছে তাঁর নবম সিনেমা। তার মানে, হাতে এখনও একটি সিনেমা রয়েছে তাঁর। সুখবরটি এই জন্য যে, এই নতুন সিনেমার জন্য একইসাথে তিনি কাস্ট করেছেন দুই হার্টথ্রব অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ব্র্যাড পিটকে। সিনেমাখোরদের গায়ের রোম দাঁড়িয়ে যাবার মতই খবর বটে! এই তিন মহারথী একসাথে হলে কি ঘটবে ভাবা যায়?
কোয়ান্টিন টারান্টিনো মানেই যেন আলাদা কিছু। নিজের সেই ট্রেডমার্ক নন-লিনিয়ার ঢঙে গল্প বলা, চমৎকার সংলাপ, শৈল্পিক ভায়োলেন্স আর প্লটে ব্যাক টু ব্যাক টুইস্ট। সিনেমার খোঁজ যারা নিয়মিত রাখেন, তারা জানেন নৃশংসতাকে সিনেমার পর্দায় শিল্পের মতো রূপ দিয়েছেন তিনি। তাছাড়াও, এবারের গল্পটি আগে থেকেই বেশ আগ্রহ জাগানিয়া। আরেক কিংবদন্তী পরিচালক রোমান পোলানস্কির সাবেক স্ত্রী শ্যারন টেটের হত্যাকান্ড নিয়েই স্ক্রিপ্ট ফেঁদেছেন এবারে টারান্টিনো। আলাদাভাবে ব্র্যাড পিট আর ডি ক্যাপ্রিওকে নিয়ে সিনেমা বানালেও, এবারেই প্রথম এই দুজনকে একসাথে এক গল্পে নিয়ে এলেন তিনি। মার্টিন স্করসেসের ১৬ মিনিটের শর্টফিল্ম ‘দি অডিশন’ ছাড়া ব্র্যাড পিট আর ডি ক্যাপ্রিওকে একসাথে কখনো কাজ করতে দেখা যায়নি যে আগে।
ডি ক্যাপ্রিও আর ব্র্যাড পিটের রসায়ন কেমন হবে সেটা নিয়েও ভক্তমহলে চলছে বিশদ জল্পনা-কল্পনা। ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ নামের এই টারান্টিনো মুভি দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই গুণী অভিনেতা। ছবিতে নব্য টেলিভিশন তারকা রিক ডালটন আর তাঁর বডি ডাবল ক্লিফ বুথের চরিত্রে যথাক্রমে অভিনয় করবেন ডি ক্যাপ্রিও এবং ব্র্যাড পিট।
সনি পিকচার্সের দেওয়া খবর অনুযায়ী, টারান্টিনো তাঁর সিনেমার গল্প সম্পর্কে বলছিলেন, “১৯৬৯ সালের হিপ্পি হলিউডের সময়কার কথা। দুজন অভিনেতাই (ডালটন এবং বুথ) নিজেদের হলিউডে প্রতিষ্ঠা করা নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু, রিক ডালটনের ছিলো একজন বিখ্যাত প্রতিবেশি… শ্যারন টেট”। মাত্র দু’মাস পরই বাচ্চা জন্ম দিতে যাওয়া ২৬ বছরের শ্যারন টেটের ঘরে ঢুকে তাঁকেসহ আরও ৪ জনকে নির্মমভাবে হত্যা করে ‘ম্যানসন ফ্যামিলি’ নামের একটি টেরোরিস্ট গ্রুপ।ঘটনাটি পরিচিত ‘দ্যা ম্যানসন ফ্যামিলি মার্ডার’ নামে। আর আলোচিত এই ঘটনাকে উপজীব্য করেই সিনেমাটি তৈরি করছেন টারান্টিনো। এই ঘটনার ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে আগামী ২০১৯ সালের ৯ আগস্ট। সেদিনই সিনেমাটি মুক্তি দেবার দিন ধার্য করেছেন কোয়ান্টিন টারান্টিনো। শ্যারন টেট চরিত্রে প্রাথমিকভাবে মার্গোট রবির অভিনয় করার কথা থাকলেও তা এখনও নিশ্চিত নয়।
অবশ্য হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও দেড় বছর। কিন্তু এরই মধ্যে তারকাবহুল সিনেমাটি নিয়ে শুরু হয়ে গেছে বিস্তর আলোচনা। ব্র্যাড পিট আর ডি ক্যাপ্রিওর মতো দুঁদে অভিনেতাদের তো আর হররোজ একইসাথে এক সিনেমায় পাওয়া যায় না। হলিউডের সবাই নিশ্চিত যে আরও একটি ঝড় তুলতে চলেছেন টারান্টিনো!