“বাংলা শব্দরা এখন এক গভীর সংকটময় মুহূর্তে! বিদেশি শব্দদের চাপে পিষ্ট হয়ে হাজারো বাংলা শব্দ আজ নিখোঁজ! এমনকি বর্তমান বাংলা শব্দগুলোও ভবিষ্যতে নিখোঁজ হওয়ার আশংকায়। তাই সেই আশংকাকে অমূলক করতে, নিখোঁজ বাংলা শব্দগুলোকে আবারও ফিরিয়ে আনতে কোকা-কোলা’র উদ্যোগ- ‘কোকা-কোলা নিখোঁজ শব্দের খোঁজে’।”
বিশ্বনন্দিত কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা দাবি করছে বাংলা শব্দেরা নাকি নিখোঁজ। তাদের বিজ্ঞাপনী প্রজ্ঞাপনে শোভা পাচ্ছে এমন কিছু বাংলা শব্দ যেগুলো, তাদের দাবি মোতাবেক, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া কিছু শব্দ তারাই স্বতপ্রণোদিত হয়ে খুঁজে এনেছে এবং যেগুলো পায়নি সেগুলোর খোঁজ লাগাতে আস্ত একটি প্রচারাভিযানেরও উদ্বোধন হয়েছে। শব্দ হোক কি জব্দ কোনো মস্ত শকট, হারানো জিনিস ফিরে পেতে বাটি চালান না দিয়ে গবেষণা করাই সর্বোত্তম উপায়। আর গবেষণার জন্য উত্তম হইল গুগল। কষ্ট করে পয়মন্ত লিখে বাংলায় খুঁজলে কি মিলিবে কিছু?
হেজিপেজি অনেকেই বলেন যে, কোনো শব্দ আদপে ব্যবহৃত হয় কিনা তার হদিস করা উচিত সংবাদপত্রে। সমাচারে সন্দেশ গণমানুষের সমীপে নিবেদনের কালেই তো সহজবোধ্য শব্দেরা আসে কাতারে কাতার। তো বাংলাদেশের সংবাদপত্রেই না হয় খোঁজা যাক কোকাকোলার তথাকথিত শব্দগুলো আসলেই হারিয়েছে কিনা!