ভারতবর্ষের ঐতিহ্যবাহী এবং সবথেকে জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন ফিল্মফেয়ার। প্রভাবশালী এই ম্যাগাজিনটির যাত্রা শুরু ১৯৫২ সাল থেকে। মাসালা সিনেমার বলিউডে ১৯৫৪ সাল থেকে ম্যাগাজিনটি আয়োজন করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের।ভারতবর্ষের কিংবা ভারতের সবথেকে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবেই পরিচিত। যদিও বঙ্গদেশে এই অ্যাওয়ার্ডের যাত্রা মাত্র তিনবছরের। যেই অনুষ্ঠানের আদলটিও খানিকটা বলিউড থেকে ধার করা। তবুও, ‘ফিল্মফেয়ার’ যখন, একটু আলোর ঝলকানি হবেই। বাংলাদেশেও তার আঁচ পড়ছে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যেই বাংলাদেশি জয়া!!
কলকাতায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসেছিল ১৭ ফেব্রুয়ারি, কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে। আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই প্রথম কোন বাংলাদেশী অভিনয় শিল্পী ভারতের সবথেকে মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করলেন। ‘বিসর্জন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন বাংলাদেশের এই অভিনেত্রী। এমনকি আসরের সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরাসহ অভিনেতা, সেরা গল্প, সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কারও জিতে নিয়েছে জয়া অভিনীত ‘বিসর্জন’ সিনেমাটি। দেখা যাক দুই বাংলার কাঁটাতার আর মানুষগুলোর গল্প নিয়ে নির্মিত ‘বিসর্জন’ সিনেমার জয়যাত্রা কোথায় থামে।