সিনেমার নামই যখন ‘প্যাডম্যান’ তখন খটকাতো একটু লাগবারই কথা। কেন নয়? মেয়েদের চিরচেনা এই ‘গোপন’ বিষয়টি নিয়ে সংস্কার/ কুসংস্কার কিছুরই তো কমতি নেই। ডিসপেনসারিতে ফিসফিস করে কেনার সময়টুকু বাদে হরহামেশা প্যাডের নামই বা মুখে নেয় ক’জন?
বাস্তবে বিষয়টা নিয়ে জল ঘোলা করেছিলেন অরুনাচালাম মুরুগানানথাম। তিনিই সেই ব্যক্তি যিনি নিজের স্ত্রীর পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর বিভিন্ন পন্থার সমাধানের জন্য বানিয়েছিলেন স্বল্প মূল্যের স্যানিটারি ন্যাপকিন বানানোর মেশিন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও নাম লিখিয়ে ছিলেন তিনি।
অরুনাচালামের সেই বিজয় যাত্রার গল্প নিয়েই এবার বলিউডের পর্দায় হাজির ‘মি. খিলাড়ি’ অক্ষয় কুমার। স্ত্রী টুইংকেল খান্না একটি ছোট্ট গল্প লিখেছিলেন অরুনাচালামকে নিয়ে। সেই গল্প থেকেই নির্মিত হবে সিনেমা, পরিচালনা করেছেন ‘চিনি কম’ আর ‘পা’ বানিয়ে খ্যাতি পাওয়া আর বালকি। মেয়েদের পিরিয়ড নিয়ে ফিচার ফিল্ম দুনিয়ায় এটিই প্রথম!- বিবিসি এমনকি নিউজও করে ফেলেছে।
সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মুবাত’র-্ এর সাথে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয়ের ‘প্যাডম্যান’ সিনেমার। তবে বানসালির অনুরোধে অক্ষয় নিজেই পিছিয়ে আসেন সে সিদ্ধান্ত থেকে। তাই এক মাস পরে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আলোচিত ‘প্যাডম্যান’। শুরু হয়েছে প্রচারণা যদিও অন্য আঙ্গিকে।
ইন্সটাগ্রামে প্যাড হাতে ছবি আপলোড করলেন অক্ষয়, তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অরিজিনাল প্যাডম্যান অরুনাচালাম নিজেই। অরুনাচালাম লিখেছিলেন,
‘Yes that’s a Pad in my hand & there’s nothing to be ashamed about. It’s natural! Period. #StandByHer’
আর অক্ষয় চ্যালেঞ্জ জানালেন দীপিকা,আলিয়া আর কোহলিকে। ব্যস বলিউডে চলল ‘প্যাডম্যান’ ঝড়। তিন খানেদের একজন, আমির খানও প্যাড হাতে ছবি তুললেন। চ্যালেঞ্জ করেছেন অমিতাভ বচ্চন আর অন্য দুই খানকে।
যদিও বাকি দুই জন এখনো সাড়া দেননি। সাড়া দেওয়ায় অবশ্য ম্যানেদের চেয়ে এগিয়ে উইম্যানেরাই। সে তালিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত থেকে আলিয়া ভাট আবার ‘পদ্মাবতী’ দীপিকা থেকে ‘মেহেরুন্নেসা’ অদিতি রাও হায়দারিরাও। চাচা-ভাতিজা অনিল আর অর্জুন কাপুরও পিছিয়ে নেই, প্যাড হাতে ছবি প্রকাশে। প্যাডম্যান সিনেমায় সোনম কাপুরও আছেন যে!
শুধু সিনেমা বানিয়ে, রেকর্ড গড়াই প্যাডম্যান টিমের গল্পের শেষ না! নীরবতার ট্যাবু ভেঙ্গে এখন আলোচনায় স্যানিটারি ন্যাপকিন! সিনেমা যেমনই হোক, আড় ভাঙুক, আলোচনা চলুক তবে প্যাড নিয়েই।