যৌন কেলেংকারীর প্রতিবাদে মুখর গ্র্যামি আসরও

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় আজ সোমবার সকালে। গ্র্যামির রেড কার্পেটে তারকাদের দেখা গেছে সাদা গোলাপসমেত। হলিউডে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পুরুষ-নারী সব তারকা পরেছিলেন কালো পোশাক। প্রতীকী এই প্রতিবাদের ধারা অব্যাহত রাখতে সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসেও মুখর ছিলেন তারকারা। তারা পরেছেন সাদা গোলাপ। মূলত যৌন কেলেংকারীর বেড়াজালে আবদ্ধ হলিউডে চলমান ‘টাইমস আপ’ আন্দোলনকে সমর্থন জানাতেই এই উদ্যোগ।

যদিও পুরস্কার পাননি ‘ডেসপাসিতো’ লুইস ফনসি। ঝুলি ভরেছে ব্রুনো মার্সের। গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬০তম আসরে ৬টি পুরস্কার বগলদাবা করে এবারের আসর একেবারে নিজের করে নিয়েছেন মার্কিন এই তারকা।

এবারের সেরা ব্রুনো মার্স

র‍্যাপার কেন্ড্রিক ল্যামারও পিছিয়ে ছিলেন না, বগলদাবা করেছেন দ্বিতীয় সর্বাধিক ৫টি পুরস্কার। আর ক’দিন আগেই ইন্সট্রাগ্রামে নিজের বান্ধবীকে বিয়ের ঘোষণা দেওয়া ব্রিটিশ তারকা এড শির‍্যানের হাতে উঠেছে পপ বিভাগের দুটি পুরস্কার। কানাডিয়ান শিল্পী অ্যালিসিয়া কারা জিতেছেন নবীন শিল্পীর খেতাব। এভাবে একটি একটি করে নয়, পুরো পুরস্কার তালিকাটাই নাহয় তুলে দেওয়া যাক আগ্রহীদের জন্য।

 

৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন যারা:

 

অ্যালবাম অব দ্য ইয়ার: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স

 

রেকর্ড অব দ্য ইয়ার: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স

 

সং অব দ্য ইয়ার: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স

 

বেস্ট কান্ট্রি অ্যালবাম: ‘ফ্রম এ রুম’, কেনড্রিক ল্যামার

 

বেস্ট র‍্যাপ অ্যালবাম: ‘ডিএএমঅ্যান’, কেনড্রিক ল্যামার

 

বেস্ট পপ সলো পারফরমেন্স: ‘শেপ অব ইউ’, এড শির‍্যান

 

নিউ আর্টিস্ট: অ্যালেসিয়া কারা

 

র‍্যাপ/সাং পারফরমেন্স: ‘লয়েলিটি’ কেনড্রিক ল্যামার ফিচারিং রিয়ান্না

 

বেস্ট কমেডি অ্যালবাম: ‘দ্য এজ অব স্পিন’ ও ‘ডিপ ইন দ্য হার্ট অব টেক্সাস’, ডেভ চ্যাপেল

 

ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘টনি বেনেট সেলিব্রেটস নাইন্টি’, বিভিন্ন শিল্পী

 

বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরমেন্স: ‘ফিল ইট স্টিল’, পর্তুগাল. দ্য ম্যান

 

বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘ডিভাইড’, এড শির‍্যান

 

বেস্ট রক অ্যালবাম: ‘এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং’, দ্য ওয়ার অন ড্রাগস

 

বেস্ট র‍্যাপ সং: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার

 

বেস্ট র‍্যাপ পারফরমেন্স: কেনড্রিক ল্যামার

 

বেস্ট আরবান কনটেম্পোরারি অ্যালবাম: ‘স্টারবয়’, দ্য উইকেন্ড

 

বেস্ট আর অ্যান্ড বি অ্যালবাম: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স

 

বেস্ট আর অ্যান্ড বি পারফরমেন্স: ব্রুনো মার্স

 

বেস্ট আর অ্যান্ড বি সং: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স

 

বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ‘থ্রি-ডি দ্য ক্যাটালগ’

 

বেস্ট জাজ ভোকাল অ্যালবাম: ‘ড্রিমস অ্যান্ড ড্যাগারস’, সেসিলি ম্যাকলরেন স্যালভেন্ট

 

বেস্ট জাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: ‘রিবার্থ’ বিলি চাইল্ডস

 

বেস্ট সাউন্ডট্রেক ফর ভিজ্যুয়াল মিডিয়া: ‘লা লা ল্যান্ড’

 

বেস্ট মিউজিক ভিডিও: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার