শতরূপে পেট্রোলিয়াম জেলি

শত বছরেরও বেশি সময় ধরে আমাদের পাশে আছে, ভ্যাসলিন। কিন্তু, ঠোঁট ময়েশ্চারাইজ করা বাদে আর কি কি কাজে আমরা ব্যবহার করেছি ভ্যাসলিনকে?
ভ্যাসলিন, যা আমাদের চোখে শুধুই একটি ময়েশ্চারাইজার ক্রিম! যদিও এর আছে আরও শতেক গুণ। ছোট্ট এই কৌটাটিকে কি করে আরও অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন, জানতে পড়ুন নিচের লেখাটি।

১. মেকাপ তুলুন সহজেই

দামি মেকাপ রিমুভারের কথা ভুলে যান। মেকাপের জায়গাগুলোতে (ঠোঁট, চোখের পাতা, আইল্যাশ) আলতো করে ভ্যাসলিন লাগান, অপেক্ষা করুন ৩০ সেকেন্ড। তারপর মুছে ফেলুন। খুব সহজেই উঠে আসবে; কি? মেকাপ।
টিপসঃ ভ্যাসলিন আইল্যাশ গ্লুকে নরম করে, ফলে সহজেই উঠিয়ে ফেলা যায়।

মেকাপ তুলুন সহজেই

২. পারফিউমের স্থায়িত্ব বাড়ায়

যেখানে পারফিউম স্প্রে করতে চান, সেখানে আগে একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। যেমনঃ কব্জি ও কানের পেছনে লাগাতে পারেন, এতে সুগন্ধ থেকে যাবে অনেকক্ষণ পর্যন্ত।

পারফিউমের স্থায়িত্ব বাড়ায়

৩. খসখসে-ফাটা গোড়ালি সারাইয়ে

শীতের সাথে সাথেই ত্বক হয়ে উঠে শুষ্ক ও খসখসে। শীতকালে শরীরের অন্য যে কোন অঙ্গ থেকে গোড়ালির ওপরেই ধকলটা সবচেয়ে বেশি যায়। তাই, গোড়ালিতে ভ্যাসলিন লাগিয়ে গরম মোজা পরে শুয়ে পড়ুন। মিনি পেডিকিউরের মতো কাজ করবে এই ভ্যাসলিন ট্রিটমেন্ট।

খসখসে- ফাটা গোড়ালি সারাইয়ে

৪. পায়ের ত্বককে আরো শাইনি করে

হেমলাইন উঁচুতে আছে এমন পোশাক পরতে চান? মানুষ, আপনার পা দেখবেই! সুতরাং খানিকটা ব্রোঞ্জারের সাথে ভ্যাসলিন মিশিয়ে পায়ে লাগান। খুব সহজেই পেয়ে যাবেন শাইনি ও উজ্জ্বল পায়ের ত্বক।

পায়ের ত্বককে আরো শাইনি করে

৫. ভালো লিপ-স্ক্রাবের হদিস

অল্প কিছু চিনির দানার সাথে ভ্যাসলিন মিশিয়ে নিন, ঠোঁটে ভালোমতো ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। ঠোঁট হয়ে উঠবে আরও নরম, আরও গোলাপি।

ভালো লিপ-স্ক্রাবের হদিস

৬. কানের দুল পরতে

যারা কান ফুঁড়িয়েছেন, তারা জানেন ফ্যাশনও মাঝে মাঝে যন্ত্রণাদায়ক। তাই, জোর করে কানের ফুটোয় দুল না ঢুকিয়ে, আগে অল্প একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। সহজেই পরে ফেলতে পারবেন কানের দুল, কোন যন্ত্রণা ছাড়াই।

কানের দৃুল পরতে