মধ্যরাতের বিনোদন সখা বিদ্যা!!

গৃহিণী সুলোচনা। স্বামী, সংসার, সন্তান নিয়ে ভারতীয় নারীর চিরাচরিত আটপৌরে জীবন। আলতো প্রসাধনে সাদামাটা সাজে জীবনটা কাটিয়ে দিলেও মনের গহীন কোণে পাখা ঝাপটায় একটি পাখি- চায় উড়তে আপন মনে, ডানা মেলে। জীবনের বাঁকে বাস্তব হয়ে দেখা দেয় উড়বার সেই স্বপ্ন। মধ্য রাতের চাকুরিকে ঘিরে পাল্টাতে শুরু করে জীবনের আমেজ, একটু একটু করে ধরা দিতে শুরু করে আরাধ্য স্বপ্ন। স্বপ্নের মাঝে ছেদ হয়ে দেখা দেয় আনন্দঘন পারিবারিক আবহের বিচ্ছেদ; শুরু হয় টানা পোড়েন, দ্বন্ধ-সংঘাত।

বলিউডের ঝাকানাকা উপস্থাপনের বিপরীতে শাড়ি-সালোয়ার কামিজের সাধারণ নারী চরিত্র নিয়ে বড় পর্দায় আসছেন কাহানি তারকা। হ্যাঁ কাহানি তারকাই বটে। সিনেমার নাম তুমহারি সুলু। বক্স অফিসে বিদ্যার ব্যাটে বল মিলছে না সে কয়েক বছর হয়ে গেছে। নিজের সুপারহিট কাহানি’র সিক্যুয়ালেও কাজ করেছেন। গত বছর আলো কেড়ে নিয়েছিলেন কালিম্পং-এর গল্পে দুর্গা রাণী সিং রূপে। কিন্তু বক্স অফিস কথা বলেনি। ইমরান হাশমি, ফারহান আখতার হিট সিনেমার হিট নায়ক, হিট পরিচালক তবুও ব্যার্থ ফ্লিম ফেয়ার বা জাতীয় পুরস্কারে ভূষিত বিদ্যা। আগের সিনেমাগুলোতে বিদ্যার অসাধারণ অভিনয় ছাড়া অনেকেই অনেক কিছু খুঁজে পাননি।

এবার কিন্তু ভিন্ন কথাই বলছে তুমহারি সুলু; অনন্ত ট্রেইলার দেখে তাই মনে হবে। আশার আলো আবারও ঝিলিক দিচ্ছে কি? আবারও ফিরবেন বিদ্যা? বিজয়ীর হাসিসহ বক্স অফিসে? একদিন মেয়াদি ট্রেইলার, সাদামাটা বাজেটের সিনেমা। তবে কোটি টাকার ধামাকাদার সিনেমার তুলনায় এমন সাদামাটা সিনেমায় আবারো বিদ্যা নিজ গুণে আলো কেড়ে নিয়েছেন। ইতিমধ্যে সাড়া ফেলেছে তুমারি সুলু  সিনেমার সংলাপ “শাড়িওয়ালী ভাবী, লেট নাইট শো”।

বছরের শুরুতে বিদ্যা বালান একঝাঁক নারী চরিত্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন বেগম জান সিনেমায়। গৃহিণী সুচলোনার গল্প বলতে সুলু হয়ে আসছেন বছরের শেষে। লড়াইটা অবশ্যই সহজ হবে না। আমির খানের সিক্রেট সুপার স্টার বা বানসালীর আলোচিত বিগ বাজেটের পদ্মাবতী‘র সাথে লড়াইয়ে কতখানি টিকে থাকে তুমহারি সুলু সেই হিসেব সময়ই বলে দিবে।