আজ থেকে ২৬ বছর আগের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে।নিহত হয় প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ। সর্বস্ব হারায় এক কোটিরও বেশি মানুষ।সত্তরের গোর্কির তাণ্ডবের পর নিহতের সংখ্যার বিচারে স্মরণকালের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ’৯১-এর ঘূর্ণিঝড় একটি। ১৯৯১ সালের হিসেবেই অর্থনৈতিক ক্ষয়-ক্ষতি দাঁড়ায় প্রায় ১.৫ বিলিয়ন ডলারের।
ভয়াল সে ঘটনা এখনো দুঃস্বপ্নের মতো তাড়িয়ে নিয়ে বেড়ায় উপকূলবাসীকে। নিহতদের লাশ, স্বজন হারানোদের আর্তচিৎকার আর বিলাপ প্রত্যক্ষদর্শীদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বাকি জীবন।
দুঃসহ সেই ঝড়ের পরদিন দৈনিক পত্রিকায় আসে জনপদের বিলীন হয়ে যাওয়ার খতিয়ান। চলুন ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা ধরে ফিরে ২৬ বছর আগে…
[masterslider id=”188″]ছবি: দীন মোহাম্মদ শিবলীর সংগ্রহ থেকে