শাহরুখের টেড টকে মজেছে ইন্টারনেট

ঠিক যেমনটা অনুমান করা যাচ্ছিল- ভাইরাল হয়েছে শাহরুখের টেড টক। ইউটিউবে আপলোডের পর মাত্র ২৩ ঘন্টায় ১৮ মিনিটের এই ভিডিওটি দেখেছে ২১ লাখেরও বেশি মানুষ।

নিজের প্রথম টেডটকে শাহরুখ নিজে হেসেছেন, দর্শকদের হাসিয়েছেন। বলেছেন অসম্ভব একান্ত বেদনার কথাও। ভারতীয় এক মুসলিম স্বাধীনতা সংগ্রামীর সন্তান শাহরুখ হাসতে হাসতেই বলেছেন নিজের পরিবারের কথা। মাত্র ১৪ বছর বয়সে বাবাকে হারানোর কথা।

লাশ বখশিশ দেয়না বলে ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় নিজের মৃত বাবাকে পেছনের সিটে বসিয়ে প্রতিবেশীর গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার কথাও বলেছেন অকপটে।

গল্প করেছেন নিজের অভিনয় জীবনের। করেছেন ত্রিশ বছর বয়সেই বোম্বে জয়ের গল্প। বলেছেন নিজের সাফল্যের কথা, সাথে সাথে বলেছেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পাওয়ার সময় অ্যাঞ্জেলিনা জোলির সাথে আড়াই সেকেন্ডের জন্য দেখা হওয়ার কথাও।

নিজের প্রথম টেডটকে দারুন সাবলীল ছিলেন কিং খান

শাহরুখ নিজের টকে বলেছেন ইন্টারনেটের কথা। কিভাবে তার নিজের অভিনয় থেকে শুরু করে প্রতিটি উচ্চারিত শব্দ নিয়ে শুরু হয় বিচার-বিতর্ক আর বিশ্লেষণের। ইন্টারনেট যে কেবল নতুন আইডিয়াই ছড়িয়ে দিচ্ছে না, প্রতিটি কাজকেও বিচার করে দেখছে। সেই বিষয় নিয়েও বলেছেন শাহরুখ।

আব্রাম নাকি আরিয়ানের ছেলে! ইন্টারনেটের বদৌলতে এমন গুজবও শুনতে হয়েছে শাহরুখকে, বলেছেন সে কথাও।

লুঙ্গী ড্যান্স যে বিশেষ ড্যান্স মুভ হয়ে যাবে ভাবেননি শাহরুখ নিজেও

রা ওয়ানের অসম্ভব টাইট কস্টিউম আর ব্যবসায়িক ব্যর্থতা থেকে শুরু করে কিভাবে হয়ে উঠলেন রোমান্সের বাদশা বলেছেন সবই। তুমুল জনপ্রিয় আইটেম সং ‘লুঙ্গী ড্যান্স’-এর মুভও দেখিয়েছেন দুই চক্কর। উদ্ধৃত করেছেন তুলসীদাশ। কিঞ্চিত রসিকতা করেছেন নিজের বুড়িয়ে যাওয়া নিয়েও, বলেছেন ‘আয়নায় নিজেকে দেখলে আজকাল মাদাম তুসোয় রাখা আমার মোমের মূর্তিটার কথা মনে পড়ে’।

তবে এসব রসিকতার বাইরে অনুপ্রেরণাদায়ী কথাও বলেছেন বৈকি। তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তারা নিজেদের অপরিসীম শক্তিকে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করে। প্রশংসা করেছেন তরুণদের সৃষ্টিশীলতা আর মেধার। যদিও স্বীকার করেছেন যে, প্রায়ই তাদেরকে বুঝে উঠতে পারেন না।

টেড টক নিজেদের কার্যক্রম ছড়িয়ে দিতে চলেছে ভারতে। সেজন্য আন্তর্জাতিক এই সংস্থাটি জোট বেধেছে ভারতের বেসরকারি টিভি চ্যানেল স্টার ইন্ডিয়ার সাথে।‘নায়ি সোচ’শিরোনামে নতুন এই প্ল্যাটফর্মের সঞ্চালক হিসেবে দেখা যাবে স্বয়ং কিং খানকে।

পুরো বক্তব্যটি দেখুন:

ছবিঃ ইউটিউব