বিজ্ঞাপনের বিরক্তি নেই, নেই লম্বা কিউ। মনপছন্দে এবং চাহিদা মাফিক হাজির প্রিয় টেলিভিশন সিরিজ কিংবা সিনেমা। মোবাইল কিংবা ট্যাবে, যে যখন যা চাবে তার প্রায় সবই সার্ভ করে নেটফ্লিক্স। পাইরেসির বিপদ এবং ডাউনলোডের ঝক্কি না থাকায় বাংলাদেশে চালু হওয়ার পর থেকেই বাড়ছে এর জনপ্রিয়তা।
চলুন দেখে নিই নতুন কী থাকছে এ মাসে অর্থাৎ মে মাসে…
সিনেমা
১. ড. স্ট্রেঞ্জ
বক্স অফিস কাঁপানো এ ছবিতে প্রথমবারের মতো সুপার হিরোর চরিত্রে অভিনয় করেছেন অস্কার মনোনিত অভিনেতা ও শার্লক খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ। কমিক বুক থেকে একে একে সব চরিত্র বড় পর্দায় তুলে আনার আরেক সফল প্রকল্প এই ছবি নেটফ্লিক্সে আসছে ৩০ মে, মঙ্গলবার।
মুক্তি: ২০১৬
পরিচালক: স্কট ডেরিকসন
কুশীলব: বেনেডিক্ট কাম্বারব্যাচ, র্যাচেল ম্যাকঅ্যাডাম্স, মাইকেল স্টুলবার্গ, বেঞ্জামিন ব্র্যাট
২. ওয়ার মেশিন
ব্র্যাড পিটকে ঘিরেই এই সিনেমার আবর্তন। আফগানিস্তানে ন্যাটো বাহিনির কমান্ডার হিসেবে দেখা যাবে এই ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’ কে। নেটফ্লিক্সেই এর প্রিয়িমার হবে এমাসের ২৬ তারিখ, শুক্রবার।
মুক্তি: ২০১৭
পরিচালক: ডেভিড মিচোড
কুশীলব: ব্র্যাড পিট, বেন কিংসলে, মেগ টিলি
৩. দ্য প্লেস বিয়ন্ড দ্য পাইনস
রায়ান গসলিং কিংবা ব্র্যাডলি কুপারের ফ্যান হয়ে থাকলে এরমধ্যেই হয়ত দেখে ফেলেছেন এ মুভি। আর যদি না দেখেন তাহলে বেশিদিন অপেক্ষা করতে হবে না। ১৬ তারিখেই নেটফ্লিক্সে আসছে এটি। হুট করে ডাকাত বনে যাওয়া এক মোটর সাইকেল স্টান্টম্যান আর সদ্য নিযুক্ত পুলিশ অফিসারের দ্বন্দ্ব নিয়ে জমজমাট এক ক্রাইম ড্রামা এটি।
মুক্তি: ২০১২
পরিচালক: ডেরেক কেইনফ্রানস
কুশীলব: রায়ান গসলিং, ব্র্যাডলি কুপার, এভা মেনডেস
৪. সাউথপ’
এলোমেলো জীবন আর বক্সিং রিংয়ের বোঝাপড়া নিয়ে এই ছবি। দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে ক্যারিয়ারটাই দিশেহারা হয়ে যায় বক্সার বিলি হোপের (জেইক গ্যালেনহাল)। সেখান থেকে ফিরে আসতে স্পোর্টস কীভবে সাহায্য করে তাই ফুটিয়ে তুলেছেন বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে। এ মাসের ২৪ তারিখে নেটফ্লিক্সে আসছে মুভিটি।
মুক্তি: ২০১৫
পরিচালক: অ্যান্টনি ফুকুয়া
কুশীলব: জেইক গ্যালেনহাল, ফরেস্ট হুইটেকার, র্যাচেল ম্যাকঅ্যাডামস
৫. ফরেস্ট গাম্প
বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা চলচ্চিত্রের ক্ষুদ্র তালিকা করলেও সেখানে স্থান পাবে এই মুভি। টম হ্যাংকস এর অনবদ্য অভিনয় আর সুনিপুন দৃশ্যবিন্যাসে তৈরি হয়েছে অবিশ্বাস্য এক মিথের। ১ তারিখেই ছবিটি যুক্ত হয়েছে নেটফ্লিক্সের মুভি লাইব্রেরিতে।
মুক্তি: ১৯৯৪
পরিচালক: রবার্ট জেমেকিস
কুশীলব: টম হ্যাংকস, রবিন রাইট, স্যালি ফিল্ড, গ্যারি সিনসি
টিভি সিরিজ
১. শার্লক
প্রায় তিন বছর পর নতুন সিজন শুরু হয়েছে শার্লক এর। এর মধ্যেই যারা দেখে ফেলেননি নেটফ্লিক্স তাদের জন্য মুক্তি দিচ্ছে এ মাসের ১৫ তারিখে। একটা মূল প্লট ধরে গল্প এগিয়েছে তিনটি এপিসোডের। বেনেডিক্ট কাম্বারব্যাচ কী কী নতুন সমস্যার মুখোমুখি হয় তা জানতে অপেক্ষা করতে হবে আরেকটি সপ্তাহ।
সিজন: ৪
নির্মাতা: মার্ক গ্যাটিস, স্টিভেন মোফাট
কুশীলব: বেনেডিক্ট কাম্বারব্যাচ, মার্টিন ফ্রিম্যান, রুবার্ট গ্রেভস, উনা স্টাবস
২. হাউজ অব কার্ডস
নেটফ্লিক্স এর নিজস্ব সিরিজ। হোয়াইট হাউজ তথা আমেরিকার রাজনীতির ভেতরের দ্বন্দ্ব নিয়ে দুর্দান্ত সিরিজটি আসছে একদম মাসের শেষে, ৩০ তারিখে। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম সিজন। তাই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক আন্ডারউড (কেভিন স্পেসি) নতুন চমক নিয়েই আসবে। এবারও থাকছে মোট ১৩টি পর্ব।
সিজন: ৫
নির্মাতা: ব’ উইলিয়াম
কুশীলব: কেভিন স্পেসি, রবিন রাইট, কেট মারা, কোরি স্টল
৩. দ্য লাস্ট কিংডম
বিবিসির টিভি সিরিজ মানেই জমজমাট গল্প এবং ত্রুটিহীন নির্মাণ। এর ব্যত্যয় ঘটেনি দ্য লাস্ট কিংডমের প্রথম সিজনে। গেম অব থ্রোনস কে টেক্কা দিতেই নাকি এ সিরিজ নির্মাণ করা হয়েছে। তবে পুরোপুরি কল্পকাহিনীর উপর নির্ভর না করে করে এর গল্প গড়ে উঠেছে ইংল্যান্ডের প্রাচীন ইতিহাস ঘিরেই। মোট ৮টি এপিসোড নিয়ে এই সিজনটি নেটফ্লিক্সে এসেছে ৫ তারিখে।
সিজন: ২
নির্মাতা: স্টিফেন বুচার্ড, নিগেল মার্চেন্ট, গ্যারেথ নিম
কুশীলব: আলেক্সান্ডার ড্রেমন, ডেভিড ড’সন, এমিলি কক্স, আড্রিয়ান বাওয়ার
৪. দ্য ফস্টার্স
ফ্যামিলি ড্রামা যাদের পছন্দ তারা কম বেশি এই সিরিজটির সঙ্গে পরিচিত। ১১ তারিখেই মোট ১০টি নতুন এপিসোড নিয়ে আসছে সিরিজের চতুর্থ সিজন। সমালোচকদের সুদৃষ্টি পাওয়া এই এই সিরিজের কাহিনী গড়ে উঠেছে সমপ্রেমী দুই নারী এবং তাদের সন্তানদের জীবন ঘিরে।
সিজন: ৪
নির্মাতা: পিটার পেইজ, ব্র্যাডলি ব্রেডভিগ
কুশীলব: টেরি পলো, শেরি সম, জেইক টি অস্টিন, ডেভিড ল্যাম্বার্ট
৫. রিভারডেল
এবছর জানুয়ারিতে মুক্তি পেয়েছে রহস্যঘেরা এই সিরিজ। তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হওয়া এই সিরিজে মোট এপিসোড আছে ১৩টি। নয়ার ঘরানার গল্প শুরু হয় হাইস্কুলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে। টুইন পিকস এর ফ্যান হলে এটাও ওয়াচলিস্টে যোগ করে রাখুন। ১৮ তারিখ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।
সিজন: ১
নির্মাতা: রবার্ট আগুয়েরো-সারকাসা
কুশীলব: কেজে আপা, লিলি রেইনহার্ট, ক্যামিলা মেন্ডেস, কোল স্প্রাউস