আসছে ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ভারতীয় হকি টিমের প্রথম স্বর্ণজয়ের গল্প নিয়ে নির্মিত রীমা কাগতির সিনেমা ‘গোল্ড’। ১৯৪৮ সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মত স্বর্ণপদক অর্জন করা দলটিকে নিয়েই সাজানো সিনেমার প্লট যেখানে গল্প একজন তপন দাস কে নিয়ে, যার স্বপ্ন বুকে নিয়ে খেলতে নেমেছিল ১১জনের হকি দলটি।
ইউরোপের বাইরে প্রথম দল হিসেবে ভারতীয় হকি দল অংশ নিয়েছিল ১৯২৮ সালের অলিম্পিকে। অর্জন করে তাদের প্রথম স্বর্ণপদক। এবং একটানা ৬বার চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময়ের ভারতীয় দল।
এই বাঙালি তরুণ সহকারী ম্যানেজার তপন দাসের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ১৯৩৬ সালের অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পর যিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন দেশ হয়ে অলিম্পিকে অংশ নেয়ার, ব্রিটেনের মাটিতে ব্রিটিশদেরই পরাজিত করবার।
ভারতীয় হকি দলের সেই সুবর্ণ সময়ের দলকে পুনরায় একতা বদ্ধ করেছিলেন তপন দাস। ২য় বিশ্বযুদ্ধের কারনে ১২ বছর পর অনুষ্ঠিত অলিম্পিকে যেই ভারতীয় দল স্বাধীনতার পর প্রথম স্বর্ণ পদকের দেখা পায়। এরপর ১৯৫২ ও ১৯৫৬ সালে একটানা জয়রথ চলতে থাকে।
১৯৪৮ সালের স্বপ্নপূরণের ৭০ বছরের দ্বারপ্রান্তে মুক্তি পেতে চলেছে রিমা কাগতির সিনেমাটি। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের লগ্নে তো বটেই।
ট্রেইলার লিংক-