প্যাট্রিক মেলরোজ নিয়ে বেনেডিক্ট

শো-টাইম এনেছে নতুন মিনি সিরিজ- প্যাট্রিক মেলরোজ। ব্রিটিশ উচ্চবিত্ত শ্রেণির এক্কেবারে ভিতরের গল্প- খোলনলচেসমেত, ব্ল্যাক কমেডির ধাঁচে পরিবেশন করছেন নির্মাতা এডওয়ার্ড বারজার। আদ্যন্ত ব্রিটিশ এই গল্পের মূল চরিত্রে রয়েছেন ব্রিট-প্রতিভা বেনেডিক্ট কাম্বারব্যাচ। শার্লক এর পরে একদম নির্ভেজাল ব্রিটিশ ক্যারেক্টারে বেনেডিক্ট ফের পর্দায় এলেনপ্যাট্রিক মেলরোজ দিয়ে।

প্যাট্রিক মেলরোজ সিরিজের একটি দৃশ্য

সিরিজের গল্পের কাঠামো এডওয়ার্ড সেইন্ট অবিনের লেখা প্যাট্রিক মেলরোজ- উপন্যাস সিরিজ থেকে নেওয়া। পাঁচটা উপন্যাস থেকে বানানো হচ্ছে সিরিজের পাঁচটা এপিসোড। প্যাট্রিক মেলরোজ- ব্রিটিশ এলিট ঘরের ছেলে, তার মর্ষকামী বাবা আর উদাসীন মাকে নিয়ে কাটানো কুৎসিত এক শৈশব থেকে গল্পের সূচনা। স্থান- পশ্চিম ফ্রান্সের বিলাসী উপকূল। মেলরোজের তারুণ্যকে অনেকখানি আকৃতি দিয়েছে শৈশব। যৌবনের মেলরোজ প্রচণ্ড উচ্ছৃঙ্খল, হেরোইনের নেশায় বুঁদ হয়ে সে আবিষ্কার করছে নিউইয়র্কের নৈশ জীবন। বাবার অত্যাচারে কাটানো ভয়াবহ ছোটবেলা ভুলতে চাইছে, আবার তার মাধ্যমেই পাওয়া বিত্তবৈভবের আরাম আয়েশের মায়াও কাটিয়ে ওঠা দায় প্যাট্রিকের জন্য। এরপরের জীবনে প্যাট্রিক মেলরোজ ঘোরতর সংসারী, ব্রিটেনে পূর্বপুরুষের ভিটেবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে তার বসবাস, নেশার ধারাবাহিকতা থেকে বের হয়ে আসা; অবশ্য সর্বক্ষণের অস্থিরতায় আক্রান্ত। ক্ষয়িষ্ণু ব্রিটিশ আভিজাত্য আর মূল্যবোধের শেষ প্রজন্মের গল্প বলছে প্যাট্রিক মেলরোজ।

নাম ভূমিকায় অভিনয় করছেন প্যাট্রিক মেলরোজ উপন্যাসগুলোর কড়া ভক্ত বেনেডিক্ট কাম্বারব্যাচ। তবে ২৫ থেকে ৪৫ বছরের মেলরোজের চরিত্রকে ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল বেনেডিক্টের জন্য। নিজের উচ্চারণ নিয়ে অনেক কাজ করতে হয়েছে তাকে, তবে শেষমেশ খুব মানিয়ে গেছেন নাকি প্রতিভাবান এই ব্রিটিশ অভিনেতা। এই বছরটা বেশ পয়মন্ত কাম্বারব্যাচের জন্য- ইনফিনিটি ওয়ারের কাঁপাকাঁপি সাফল্যের পরে ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ পালক যোগ হয়েছে তার।

পাঁচ এপিসোডের এই মিনি সিরিজ শুরু হয়েছে ১২ মে, প্রত্যেক রোববারে সম্প্রচার করছে শো-টাইম। প্রথম তিন পর্ব ব্রিটিশ সমালোচকদের পছন্দ হয়েছে বেশ, রোটেন টম্যাটোসের ৮৮% সার্টিফায়েড ফ্রেশ রেটিং পাচ্ছে এখনও এই সিরিজ। ঔপন্যাসিক এডওয়ার্ড সেইন্ট অবিন-কে প্রায়ই শুনতে হয়েছে প্যাট্রিক মেলরোজ চরিত্রটি ঠিক কতোটা আত্মজৈবনিক; ‘পঁচিশ বছর ধরে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা আমি-ই কীনা; শেষমেশ স্বস্তির ব্যাপার হলো আমি-না, বেনেডিক্ট কাম্বারব্যাচ-ই প্যাট্রিক মেলরোজ’।