ডেডপুল-এর যতো কাণ্ড!

ডেডপুল-এর সিক্যুয়েল অলরেডি থিয়েটারে। আর ডিপি-টু বলেই কি না দেশের থিয়েটারে থ্রি ‘ডি’-তে না, চলছে ‘টু’ডি ডেডপুল। উচিৎ ছিলো এই নিয়েই দু-তিন কলম লেখা। তবে পাজি-নচ্ছার ডেডপুল’টা সেটা করতে দিলে তো। নানান তিড়িং-বিড়িং কাণ্ডে অস্থির রাখছে চির-অস্থির ইন্টারনেট আর আর ভারচুয়াল কিংবা রিয়েল সব মার্কেটপ্লেস। হ্যাঁ, বলতে চাইছি ডেডপুল টু’র মার্কেটিং প্রোমোশনে তার চরিত্র-সদৃশ কর্মকাণ্ডের কথাই।

এর আগে একটা লেখায়  জানিয়েছিলাম কীভাবে ফ্রোজেন ফুডটাও নিজের স্টাইলে বিক্রির একটা ফিকির করেছিলো ডেডপুল একেএ ওয়েড উইলসন।

মারভেল কমিকস্-এর এই অ্যান্টি-হিরো সেই ফিকিরে কনজ্যুমারদের মুখে ওই ফ্রোজেন ফুড ব্র্যান্ডটির জিকির কতোবার করাতে পারলো তা হয়তো সামনের বছরের সেল্স রিপোর্ট বলবে। তবে তার নিজের মুভিটি দেখানোর জন্য যতো কাণ্ড ঘটিয়েছে ডেডপুল অ্যান্ড হিজ ক্রিয়েটিভ মার্কেটিং গং সেটার ফল কিন্তু হাতেনাতে অল্প ক’দিনেই বক্স অফিস রিপোর্টের মাধ্যমে পাওয়া যাবে। ও হ্যাঁ, এগুলো কিন্তু সবই গৎবাঁধা ট্রেইলারের বাইরের কীর্তিকলাপ।

তা কী করেছে ডেডপুল? বলা ভালো কী করেনি। লাল টাইট কস্টিউমের সাথে হাই-হিল পরে ব্যালেরিনা নেচেছে, তাও আবার সেলিন ডিওন-এর গানের সাথে!

শুধু সেলিন ডিওন না। লেগ পুলিং করতে ছাড়েনি ‘উলভারিন’ হিউ জ্যাকম্যানকেও। ওহ্ মনে করিয়ে দিই, এক্সমেন অরিজিনস উলভারিন-এ উলভারিনের সাথে তৎকালীন মুখবোজা ওয়েড উইলসন বা উইপন এলিভেন (অন্য এক ভার্শনে ভবিষ্যৎ ডেডপুল)-এর তুমুল এক ফাইটিং সিকোয়েন্স ছিলো। যেটায় লোগান বা উলভারিনের হাতে ওয়েড উইলসন চরিত্রের মৃত্যু হয়। আর সেই চরিত্রটিতেও অভিনয় করেছিলেন বর্তমান ডেডপুল ওরফে ওয়েড উইলসন চরিত্রে রূপদানকারী রায়ান রেনল্ডস।

ডেভিড বেকহাম-কেও কি বিরক্ত করতে বাকি রেখেছে ডেডপুল?

আর শুধু বেকহাম কেনো। বেকহামের একসময়ের ক্লাব পুরো ম্যানচেস্টার ইউনাইটেড-কেই বিরক্ত করার জন্য এগিয়ে এসেছিলো সে।  রেড ডেভিল নামটার সাথে তার নাকি খুব যায়। তাতে বিরক্ত ক্লাব আর ক্লাবটির সমর্থক দুই পক্ষই। দুই নম্বর পর্ব বলে প্রোমোশনটাও দুই গুণ করা চাই এটাই ছিলো তার যুক্তি।

তবে ডেডপুল-এর সব মার্কেটিং স্টান্টকে পেছনে ফেলেছে তার ওয়ালমার্ট অভিযান। সেখানকার বেশিরভাগ মুভিকেই গ্রাস করেছে ডেডপুল। সত্যিকার অর্থেই। বিক্রির জন্য ডিসপ্লেতে রাখা সাম্প্রতিক আর পুরোনো বিখ্যাত সব মুভির ক্রেতারা একদিন গিয়ে দেখলেন সেখানকার অনেক ব্লু-রে ডিস্কের কাভারে শুধুই ডেডপুলের ছবি।

বিখ্যাত মুভিগুলোর আইকনিক পোস্টারের জায়গায় ডেডপুলকে বসিয়ে করা হয়েছে নতুন ডিজাইন।

আসলে ডিস্ক রাখার তাকগুলোই ফক্স বিশেষ কায়দা করে বানিয়েছে। এছাড়া বিখ্যাত মুভিগুলোর আইকনিক পোস্টারের জায়গায় ডেডপুলকে বসিয়ে করা হয়েছে নতুন ডিজাইন। যা দিয়ে বানানো হয়েছে বিশেষ ফেইক ডিস্ক কাভার। সেগুলো বসিয়ে আড়াল করা হয়েছে আসল ব্লুরে ডিস্ক কাভারকে। ফেইক কাভারটা সরালেই ক্রেতারা পাবেন আসল মুভির ডিস্ক। তবে মার্কেটিংয়ের এই অভিনবত্বে জোয়ান-বুড়ো-বোদ্ধা সবার মুখে হাসি। মিচকে শয়তান ডেডপুলের ফিচকে বুদ্ধির কাজই তো এটা।

ডেডপুল দখল করে নিয়েছে ডিস্ক কভারের জায়গা

এখন এসব চালাক-চতুরি করে দর্শক হলে নিয়ে ডেডপুল টু ঘরে কয় ডলার তুলতে পারে সেটাই দেখার বিষয়। ইনফিনিটি ওয়্যার-এর ব্যাপক উত্তেজনা পরবর্তী এ সময়টা এমনিই ঝিম ধরা। তার উপর চলছে রোজার মাস। তার উপর আবার শুধু টু-ডি। এ দেশ থেকে যে বেশি একটা ব্যবসা হচ্ছে না তা নিশ্চিত।