সঙ্গীতের অরিজিৎ

ট্যালেন্ট হান্টে সত্যিকার অর্থে কি মেধার মূল্যায়ন হয়? এই কথাটা আর কারো জন্য প্রযোজ্য না হলেও সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এর জন্য শতভাগ প্রযোজ্য। রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে বাদ পড়া এই শিল্পী এখন বলিউড ক্রেজ। শুধু বলিউড নয়, টালিউড এবং ঢালিউডেও এই শিল্পীর জনপ্রিয়তা আকাশচুম্বী। সর্বশেষ দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে গান করেছেন অরিজিৎ সিং। ‘টুপ টাপ’ শিরোনামের ওই রোমান্টিক গানটি লিখেছেন ও সংগীতায়োজন করছেন অরিন্দম চট্টোপাধ্যায়।

জনপ্রিয় এই শিল্পীর শুরুর দিকটা খুব সহজ ছিল না। ‘ফেম গুরুকুল’ থেকে ছিটকে পড়ার পর অরিজিৎ মানসিকভাবে একদমই ভেঙ্গে পড়েছিলেন। কারণ তার প্রচেষ্টায় কোনো খামতি ছিল না। ভাগ্য তখন তাকে সহযোগিতা করেনি।

অরিজিৎ এর পরিবারের কমবেশি সকলেই সঙ্গীতের সাথে যুক্ত ছিল। সঙ্গীতের সুরটা অরিজিৎ এর মননে। তার দিদা সঙ্গীত চর্চা করত, তার মাও একজন শিল্পী। এমনকি অরিজিৎ এর বোনও ভালো গান গায়। সঙ্গীতের ব্যাপারে অরিজিৎ বলেন, ‘গানটা আমার রক্তে মিশে আছে। আমার রক্তের প্রতিটি কণিকা গানের সাথে যুক্ত, সঙ্গীতের সাথে যুক্ত।’

গুরু রাজেন্দ্র প্রসাদ হারজারির কাছে ছোটবেলায় ক্লাসিকাল মিউজিকে তালিম নেয়া শুরু করেন। গুরু ধীরেন্দ্র প্রসাদ হারজারির কাছে তাল বিষয়ে ধারণা নেয়ার জন্য তবলা শেখেন। এরপর গুরু বীরেন্দ্র প্রসাদ হারজারির কাছে আধুনিক গান, বাংলা গান ও ফোক গানে তালিম নেন।

গুরুকুল থেকে বাদ পড়ে বিরহী মন নিয়ে যখন মুর্শিদাবাদ ফেরেন তখন দেখেন প্রায় হাজার তিনেক মানুষ এয়ারপোর্টে ঠাঁয় দাঁড়িয়ে আছে অরিজিৎ এর জন্য। তাদের হাতে তার নামের প্ল্যাকার্ড ফেস্টুন। প্রায় প্রতিদিনই অরিজিৎ এর বাসার সামনে সাক্ষাৎপ্রার্থী ভক্ত অনুরাগীরা আসতে থাকেন। ভক্তদের এতো ভালোবাসায় অরিজিৎ সামনে এগিয়ে চলার শক্তি সঞ্চয় করেন। গুরুকুলের কথা ভুলে গিয়ে অরিজিৎ হাঁটা শুরু করে নতুন পথে।

২০০৭ সালে ‘হাই স্কুল মিউজিকাল ২’ চলচ্চিত্রে ‘অল ফর ওয়ান’ গানটিতে অরিজিৎ প্রথম কণ্ঠ দেন। এরপর আস্তে আস্তে কাজের ব্যস্ততা বাড়তে থাকে তার। ২০১৩ যখন যখন ‘আশিকী টু’ কিংবা ‘বোঝে না সে বোঝে না’ মানুষের মাথায় হিট করল তখন তাকে ঘিরে পাগলাটে ধরনের টানাটানি শুরু হল। ‘তুম হি হো’ দিয়ে শত তরুণীর হৃদয়ে ঝড় তুললেন এই শিল্পী।

‘বোঝেনা সে বোঝে না’ ‘তুম হি হো’, ‘কী করে তোকে বলব’, ‘সুন রা হা’ এই গানগুলোর শিরোনাম শুনলেই তার জনপ্রিয়তার মাত্রা টের পাওয়া যায়। এখন অরিজিৎ সিং একটি নামই নয় বরং একটি ব্রান্ড। হোক বাংলা বা হিন্দী, চলচ্চিত্র পরিচালকের প্রথম পছন্দের তালিকায় থাকে অরিজিৎ সিং এর নাম।