চলচ্চিত্র দিবস এবং আমাদের চলচ্চিত্র

১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সেই দিনটিকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। যার ধারাবাহিকতায় প্রতি বছর ৩ এপ্রিলে উদযাপন করা হয় জাতীয় চলচ্চিত্র দিবস। বিএফডিসি জুড়ে এদিন থাকে নানা আয়োজন। শিল্পী, কলাকুশলীদের সমাবেশে মুখর হয়ে উঠে বিএফডিসি চত্বর।

নব্বইয়ের দশকের শুরুতে সারা দেশে সিনেমা হলের সংখ্যা ছিল ১৪৩৫। বিভিন্ন কারণে কমতে কমতে এখন সিনেমা হলের সংখ্যা দাঁড়িয়েছে চারশোরও নিচে। ১৯৯৯ সালে শুরু হয় প্রথম সিনেমা হল ভাঙা। ওই বছর রাজধানীর গুলিস্তান ও নাজ গুড়িয়ে দেওয়া হয়। কথা ছিল ওই দুটি সিনেমা হলের জায়গায় আলাদা বিপণি বিতান হবে এবং তার ওপর থাকবে সিনেমা হল। কিন্তু ২০তলা ভবন তৈরি হলেও তাতে আজও স্থান পায়নি কোনো প্রেক্ষাগৃহ।

শুধু সিনেমা হল নয়, চলচ্চিত্র শিল্পটিকে সুদৃঢ়ভাবে টিকিয়ে রাখতেই প্রয়োজন আধুনিক নানা সংযোজন। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো বৃহৎ ফিল্ম ইন্সটিটিউট গড়ে উঠা অসম্ভব দরকার। যেখানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও এডিটিং, কালার এডিটিং সবকিছুই করা যাবে। দেশের এবং দেশের বাইরের দক্ষ, মেধাবী প্রশিক্ষকরা যেখানে প্রশিক্ষণ দিবেন।

সাভারের কবিরপুরে ১০৫ একর জমি প্রস্তাবিত ফিল্মসিটির জন্য বরাদ্দ করা হলেও তার কোনো অগ্রগতি কেউই দেখেনি। বিভিন্ন সূত্র বলছে, এফডিসির ভেতরের ৯৪ কাঠা জমির ওপর ‘বিএফডিসি কমপ্লেক্স’ নামের ১২ তলা ভবন তৈরি হবে। এর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি ৩৫ লাখ টাকা। তিন তলাজুড়ে একটি তিন তারকা আবাসিক হোটেলসহ সেখানে থাকবে নাকি নানা সুবিধার বন্দোবস্ত।

বছরে ৫২টি সপ্তাহ থাকলেও ২০১৭ সালে সিনেমা হলে মাত্র ৬০টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। হল মালিকরা বাধ্য হয়ে পুরানো চলচ্চিত্র বা যৌথ প্রযোজনার চলচ্চিত্র বা ভারতীয় চলচ্চিত্র চালিয়েছেন, কারণ সিনেমার অভাব। যৌথ প্রযোজনার চলচ্চিত্র বা ভারতীয় চলচ্চিত্র আমদানি নিয়ে মাঝে চলচ্চিত্র শিল্পীরা আন্দোলন সংগ্রাম করলেও তার কোনো সুফল চোখে পড়েনি। দর্শক সিনেমা হলে গিয়ে বিনোদন পেতে চায়। আমাদের দর্শক আমাদের নির্মিত চলচ্চিত্রই দেখতে চান। আগামী দিনে ভালো চলচ্চিত্র উপহার দিলে দর্শক অবশ্যই দেখবেন। আর দর্শক সিনেমা হলমুখী হলেই চলচ্চিত্রও শিল্প হয়ে উঠবে।