সোমবার (১২ মার্চ) দুপুরে ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুতে যাচ্ছিল ইউএস বাংলার একটি বিমান। অবতরণের সময় বিমানটি এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫০ জন। দুর্ঘটনার কিছুদিন চলে গেলেও পুরো জাতি আজও শোকে স্তব্ধ।। সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়ার তারকারাও দিয়ে চলছেন একের পর এক শোকবার্তা। মর্মান্তিক এই দুর্ঘটনার কথা মনে করে শোবিজের তারকারা তাঁদের কষ্টের কথা গুলো শেয়ার করছেন বিভিন্ন ভাবে।
তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘খুব অস্থিরতায় আছি। মনে হচ্ছে ইউএস বাংলার ওই ফ্লাইটে থাকা প্রত্যেকেই ছিলেন আমার খুব আপনজন। ঘুমাতে পারছি না। বার বার মানুষগুলোর গভীর ঘুমের কথা ভেবে বুকের বাম পাশটায় চিন চিন ব্যথা করছে।’
বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ইংরেজিতে কিছু বাক্যের মাধ্যমেই নিজের শোকের অনুভূতিগুলোকে প্রকাশ করেছেন। যার অর্থ দাড়ায় ‘জীবন খুবই ঠুনকো, আর ক্ষতিগুলোও হয় একদম হঠাৎ করেই’। তিনি আরোও লিখেছেন, ‘১২ মার্চ এদেশের জন্য একটি শোকের দিন।’
অভিনেতা ইরেশ যাকের তার ফেসবুকে ইউএস বাংলা কাঠমান্ডু ফ্লাইটের যাত্রী ও ক্রু এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
এ সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মর্মান্তিক এই দুর্ঘটনার কথা মনে করে ইংরেজিতে একটি বার্তা দিয়েছেন তিনি, যার অর্থ দাড়ায়, ‘কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি হৃদয় থেকে আমার গভীর সমবেদনা। আল্লাহ প্রতিটি পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি দিন। আশা করি, এ ঘটনায় আমাদের দেশের বিমানচালনা ব্যবস্থায় কোন প্রভাব পড়বে না।’
গুণী তরুণ নির্মাতা অমিতাভ রেজা ১২ মার্চ সন্ধ্যায় তার ফেসবুকে লিখেছেন, ‘এই রাত যাতে আর না আসে আর আমার বাংলাদেশে।’
গায়িকা এলিটা করিমও তার ফেসবুক বার্তায় প্রার্থনা করেছেন দুর্ঘটনায় কবলিত যাত্রী ও ক্রুদের জন্য।
নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদও জানিয়েছেন সমবেদনা।
জনপ্রিয় উপস্থাপক আবদুন নুর তুষার ফেসবুক স্ট্যাটাসে প্রার্থনা করেছেন দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য।
নায়ক আরিফিন শুভ তার টুইটার একাউন্ট থেকে দুর্ঘটনায় নিহতদের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।
ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এক ফেসবুক বার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত কামনা করেন।