ফারুকীর নতুন ছবি ‘স্যাটারডে আফটারনুন’-এর ফার্স্ট লুক

‘ডুব’র পর মোস্তফা সরওয়ার ফারুকী কি নিয়ে কাজ করছেন তা অনেকেরই জানা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া জঙ্গি হামলাই যে তার পরবর্তী ছবির গল্প- ফারুকী গত বছরই জানিয়েছিলেন। কিন্তু কোনোভাবেই দর্শকদের কাছে সিনেমাটির ভেতরের খবর পৌঁছতে দেননি পরিচালক ফারুকী। অবশেষে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’র অনলাইন সংস্করণে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়।

হোস্টেজ ড্রামা ঘরানার এই ছবিটি হতে যাচ্ছে ফারুকী পরিচালিত সপ্তম চলচ্চিত্র। সিনেমার কাহিনি মূলত ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে হলেও, ফারুকীর দাবি এটি মোটেও সেই ঘটনার পুনঃনির্মাণ নয়। বরং সেই ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সিনেমা মাত্র।

‘স্যাটারডে আফটারনুন’ সিনেমার ফার্স্ট লুকে জাহিদ হাসান

সিনেমাটির চলচ্চিত্রায়নের কাজ শেষে ফারুকী ফেসবুকে ফলোয়ারদের জানিয়েছেন, এটি একটি সিঙ্গেল শট ফিল্ম। সেই সাথে এটি হতে যাচ্ছে তার ‘Identity Trilogy’ এর প্রথম ছবি। পরবর্তী ছবিটির নামও ঠিক হয়ে গেছে। ‘No Land’s Man’ নামের দ্বিতীয় চলচ্চিত্রটির পর ট্রিলজির শেষ ছবিটির বিষয়বস্তু হবে শরণার্থী রোহিঙ্গাদের জীবন।

‘স্যাটারডে আফটারনুন’ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি। সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন আজিজ জাম্বাকিয়েভ। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত ‘Saturday Afternoon’ ছবিটি জাজ মাল্টিমিডিয়া, জার্মানীর ট্যান্ডেম প্রোডাকশন আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি প্রযোজনাও আছে ফারুকীর ছবিয়ালও।