‘বড় ছেলে’র পর ভ্যালেন্টাইনে ‘বেকার’ হলেন অপূর্ব

গেল বছরের ঈদে প্রচারিত হয় মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘বড় ছেলে’। শোবিজের বড় বড় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন মেহজাবিন-অপূর্ব। সেই জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবিনকে নিয়েই ফাহাদ আল মুক্তাদিরের গল্পে মাবরুর রশীদ বান্না নির্মাণ করেছিলেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বেকার’। গত ১৩ ফেব্রুয়ারি রাতেই ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। প্রকাশের মাত্র দুই দিনের শেষেই এক মিলিয়ন ভিউর মাইলফলকও ছুঁয়ে ফেলে ‘বেকার’। প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে হাজারো দর্শকের প্রশংসা পেয়েছেন নির্মাতা এবং নাটকের অভিনেতা জুটি অপূর্ব ও মেহজাবিন।

বেকার অপূর্বের সাথে মেহজাবিন

 নাটকটির গল্প বেকার একজন মানুষের জীবন নিয়ে। তবে একজন মানুষ যে পড়াশোনা শেষ করে সারাটা জীবন বেকারই থাকেন না সেই বার্তাও দিয়েছেন নির্মাতা মাবরুর রশীদ বান্না। তবে বড় ছেলে ‘র মতো বিচ্ছেদে নয়, এই নাটকের শেষে ছিল ‘হ্যাপি এন্ডিং’। এরই মধ্যে প্রায় ১৯ লাখ বার দেখা হয়েছে বেকার।

নাটকের ইউটিউব লিংক-