এ কবির আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রঁদেভু প্রাইভেট লিমিটেড তৃতীয়বারের মতো আয়োজন করে বিডি হিপ হপ ফেস্টের। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০১৭) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে রাত ৮টা থেকে শুরু হয়ে মাঝরাত পর্যন্ত চলে এ ফেস্ট।
ফেস্টের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক অনুষ্ঠানের শুরুতে এ কবির আর গ্রুপের নতুন প্রতিষ্ঠান উচ্চমানের লাক্সরি ব্র্যান্ডের ওয়েব পোর্টাল এইস অনলাইন ডট স্টোরের শুভ উদ্বোধন করেন। এ সময়ে বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের মধ্যে ফেরদৌস, পূর্ণিমা, নিরব, নিপূণ, ইমনসহ একঝাঁক মডেল ও শিল্পীরা উপস্থিত ছিলেন। এইস অনলাইন স্টোর ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিতে নিজস্ব ডিজাইনারদের দিয়ে তৈরি একটি উন্নতমানের এক্সক্লুসিভ পোশাক ও এক্সেসরিজের অনলাইন স্টোর।
আগের দুই বছরের মতো এবারও দেশের হিপ হপ শিল্পীদের র্যাপ, বি-বয় ডান্স, বিট বক্সিং এবং ফায়ার স্পিনিং-এর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে। ডিস্ক জকি ডিজে রিয়ন, ডিজে জি এবং ডিজে জারবার্কের কুশলী হাতের ছোঁয়া পরিবেশনায় ভিন্নমাত্রা এনে দেয়। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাইয়েদ রুমার কোরিওগ্রাফিতে ব্যতিক্রমী হিপ হপ ফ্যাশন শো।
এবারের ফেস্টে অংশ নিয়েছে র্যাপ দল রাজত্ব, জালালি সেট, বাংলা মেন্টালজ, বিশাল, ডি হাজ, দর্পণ আরভিএস অ্যান্ড রাকজো ও গ্রিনকোস্ট, বি-বয় ডান্স দল ব্লু পপারস ও বি-বটস, বিট বক্সিং দল শন সিজি, টি রেজা বিটস, জেড সিজি ও সিজিল নোভা এবং ফায়ার স্পিনিং দল হেলিওস।
হিপ হপ ফেস্ট ২০১৭-এর টাইটেল স্পন্সর হচ্ছে এইস অনলাইন ডট স্টোর, কো-স্পন্সর ওয়াচেস ওয়ার্ল্ড লি. ও মোবাইল ওয়ার্ল্ড এবং পাওয়ার্ড বাই নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন।