যে ৫টি কারণে দেখবেন এবারের বিপিএল!

বিপিএল দেখছেন? নাকি এখনো ঠিকই করতে পারছেন না দেখবেন কিনা এবারের বিপিএল? নভেম্বরের ৪ তারিখে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচ দিয়ে শুরু হয়েছিলো বিপিএল-এর পঞ্চম আসর। চার পর্বের এ টুর্নামেন্টের দুইটি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, তৃতীয়টি শেষ হবে আগামীকাল। বিপিএল-এর এবারের আসরে এমন অনেক কিছুই হচ্ছে যা আপনার চোখ এড়ানো একদমই উচিত হয়নি। তেমনই পাঁচটি বিষয় নিয়ে আজকের লেখা।

. ম্যাককালাম-গেইল ওপেনিং জুটিঃ

ক্রিকেটপ্রেমি সবার কাছেই টি-টুয়েন্টিতে এই জুটিকে ওপেনিং এ নামতে দেখা একটি আনন্দের বিষয় বটে। রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং-এ নামছেন তারা। কিন্তু শুধু নামছেনই, নেমে খুব একটা খেলছেন না। গেইল ৬ ম্যাচে ১৬৭ রান করলেও রান তোলার দৌড়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না ম্যাককালামকে। জীবনে এত ছয়-চার মেরেছেন তিনি, তাই বোধহয় বিপিএলের জন্য এবার অন্য কিছু ঠিক করে এসেছেন। প্রায় প্রতি ম্যাচেই স্ট্যাম্প ছেড়ে এগিয়ে আসছেন সুনিপুণ ভঙ্গিমায়, ঠিক যেভাবে ব্যাট চালালে চার-ছয় হয়, সেভাবে ব্যাটও চালাচ্ছেন। কিন্তু বলটা কেন যেন ব্যাটে না লেগে বারবার চলে যাচ্ছে স্ট্যাম্পের দিকেই ।

গেইল এবং ম্যাককুলাম

. দেশি বৃদ্ধ খেলোয়াড়রাঃ

অলক কাপালি, আবদুর রাজ্জাক, ফরহাদ রেজা, শাহরিয়ার নাফিস এদেরকে ভুলে গেছেন? খুবই স্বাভাবিক। বিলুপ্তপ্রায় যুগের এই খেলোয়াড়রা আজ কেমন আছেন, কোথায় আছেন, এমনকি তাদের চেহারা এখন কেমন, শারীরিকভাবে সুস্থ আছেন কিনা- এই সবকিছু জানতে চাইলে নজর রাখুন এবারের বিপিএলে। ১২ ডিসেম্বরের পর টিকেট কেটেও এদেরকে খুঁজে পাওয়া যাবে না।

. মাহমুদুল্লার পারফর্ম্যান্সঃ

শেষ বিশ্বকাপে মাহমুদুল্লাহর অসাধারণ পারফর্ম্যান্স এখনো মনে দাগ কেটে আছে? কিন্তু অনেকদিন ধরে ব্যাট বা বল হাতে তার ঝলক দেখতে পারছেন না? আপনার তাহলে অবশ্যই বিপিএল দেখা উচিত। সর্বোচ্চ রানের দৌড়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তো আছেনই, সর্বোচ্চ ক্যাচের লিস্টেও সবার ওপরে তার নাম। অবস্থাটা এমনই যে, ICC যদি কাল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিপিএল হিসেবে ডাকা শুরু করে তাহলে আর কেউ না হলেও মাহমুদুল্লাহ ICC প্লেয়ার র‍্যাংকিং চার্টে সবার উপরেই থাকবেন।

খুলনা টাইটান্স

৪. বিদেশি সিনিয়র খেলোয়াড়রাঃ

বিপিএল এর এই আসরে ঠাঁই হয়েছে পৃথিবীর বিভিন্ন এলাকার সিনিয়র ক্রিকেট প্লেয়ারদের। ক্লাসিক সাঙ্গাকারা, বুম বুম আফ্রিদি, থারাঙ্গা, শোয়েব মালিক, স্যামুয়েল বদ্রি- এদের আপনি এখন ম্যাগনিফাইয়িং গ্লাস দিয়ে খুঁজেও পাবেন না ক্রিকেট মাঠে। শুধু বিপিএলই আপনাকে এই সুযোগ করে দিচ্ছে।

. এ শুধুই ক্রিকেট নয়ঃ

বিপিএলএর এবারের আসরকে শুধুই ক্রিকেট ভেবে ভুল করবেন না। মাঠেই আছে হালকা তর্ক-বিতর্ক করার সুযোগ (মাশরাফি-শুভাশিষ), উঠতি মডেলরা বিপিএলকে ব্যবহার করছেন নিজের ক্যারিয়ার গড়ার জন্য। ন্যাকামির পসরা দেখতে যারা অসম্ভব পছন্দ করেন, তাদেরও আর কষ্ট করে ফেসবুকে টুনটুনি আদৃতার লাইভ ভিডিও খুঁজতে হবে না, বিপিএলের মাঠে খেলার ফাঁকে ফাঁকে আছে এসবেরও সুব্যবস্থা। আর যারা ক্রিকেট খেলাটাই পছন্দ করেন না, কিন্তু খেলাটা নিয়ে খেলতে পছন্দ করেন বেশ ভালোভাবেই, তাদের জন্য আছে মাঠের বাইরে বসে জুয়া খেলার ব্যবস্থা। অর্থাৎ, সবার জন্যই বিপিএলের এবারের আসরে কিছু না কিছু থাকছেই।