এবারে ছোট পর্দায় আসবে লর্ড অব দ্য রিংস

বিলবো ব্যাগিংস, বুড়ো গ্যান্ডলফ, স্যাম, ফ্রোডো-মনে আছে এদের কথা? মনে আছে মিডল আর্থের বুকে লেগোলাস আর অ্যারাগর্নের দাপিয়ে বেড়ানো? মনে নাও থাকতে পারে। শেষ তাদের পর্দায় একসাথে দেখা গেছিলো ২০০৩ সালে। এরপর পেরিয়ে গেছে গুণে গুণে ১৭টি বছর। মাঝে হবিট ট্রিলজি দিয়ে দর্শক মাতালেও, পিটার জ্যাকসনের লর্ড অব দ্য রিংস মুভির তিন কিস্তি সিনেমাপ্রেমীদের হৃদয়ে সবসময় আলাদা এক ভালোবাসার নাম। সেই লর্ড অব দ্য রিংস আসছে আবার, অবশ্য ছোট পর্দার জন্য।

যেই আংটি নিয়ে সব কিছুর শুরু ও শেষ

টকিনের লর্ড অব দ্য রিংসের বিশ্বব্যাপী টিভি স্বত্ব কিনেছে আমাজন স্টুডিও। এজন্য তারা খরচ করেছে ২৫০ মিলিয়ন ডলার। টকিনের ফ্যানটাসি থেকে একাধিক সিজনের টিভি সিরিজ করার পরিকল্পনা আছে আমাজনের। তবে এই স্বত্ব কেনার বাজিতে শুধু যে আমাজন একাই ছিলো তা কিন্তু নয়। এইচবিও এবং নেটফ্লিক্সও ছিলো এই দৌড়ে। গেইম অব থ্রোনসকে টেক্কা দেয়ার উদ্দেশ্যেই আমাজনের কর্ণধার জেফ বেজোস এই দৌড়ে ২৫০ মিলিয়ন ডলার খরচ করতেও পিছপা হননি বলে ধারণা করছেন সবাই।

আমাজনের স্ক্রিপ্টেড সিরিজের নতুন প্রধান শ্যারন টাল ইয়গডু বলেন, “লর্ড অব দ্য রিংস এমন একটি কাজ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কল্পনাবিলাসী ভক্তদের আনন্দ দিয়ে এসেছে, কখনো বই হিসেবে, কখনো বা বড় পর্দায়। ছোটপর্দায়ও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না।”

শ্যারনের কথায় ভরসা রেখেছেন টকিন এস্টেটের প্রতিনিধি ম্যাট গ্যালসরও। তিনি বলেন, “টকিনের ট্রিলজির উপর ভিত্তি করে শ্যারন ও তার দলের বেশ কিছু ব্যতিক্রমী আইডিয়া আছে যা গল্পে নতুন প্রাণ যোগ করবে।”

ফ্রোডো ব্যাগিনসের অভিযান

টিভি সিরিজের গল্পেও থাকবে নতুনত্ব। টেলিভিশন সংস্করণের গল্পের শুরুটাই হবে ট্রিলজির প্রথম পর্ব ফেলোশিপ অব দ্য রিং এর আগের অবস্থা থেকে। অর্থাৎ দর্শকরা দেখবেন আনকোরা নতুন সব কাহিনি। সেটাকে সাজানোও হবে মিডল আর্থকে ঘিরেই। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আমাজন স্টুডিওসের সাথে সহযোগিতায় থাকবে টকিন এস্টেট এন্ড ট্রাস্ট, হারপারকলিনস এবং নিউ লাইন সিনেমা।

ঠিক কবে নাগাদ এই প্রোডাকশন টিভির পর্দায় দেখা যাবে সেই ব্যাপারে কিন্তু এখনো কিছুই বলেনি আমাজন স্টুডিওস। মাত্রই তো স্বত্ব কেনা হয়েছে! তাই, ফ্রোডো, বিলবো, গ্যান্ডালফকে আবার দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু দিন- এটুকু বলা যেতেই পারে।