বিপিএলের পঞ্চম আসরের খেলা শুরু হতে বাকি মোটে ৮ দিন। টাইগার টিমের সাপ্লাই লাইনের সবচেয়ে বড় জোগানদার খুলনার টাইটানেরা অনুশীলনে নেমেছেন দু’দিন। কোচ মাহেলা, আইকন মাহমুদুল্লাহ- সব মিলে দল এবারেও গুছিয়েই করেছে খুলনা টাইটানস। দেশি-বিদেশি খেলোয়াড়দের সাথে গত বছরে প্লেঅফ খেলা আইকনকে নিয়েও দর্শক-সমর্থকদের উত্তেজনার পারদ বাড়িয়ে দিতে নিজেদের অফিসিয়াল থিম সং নিয়ে এসেছে খুলনা টাইটান। খুলনার ছেলে শিল্পী মুনের কথা-সুর আর সংগীতায়োজনে করা সেই গানের ৫টি বিষয় জেনে নেই একঝলকে-
১- দলকে ভালোবাসতে স্রেফ নিজের ডেডিকেশনই যথেষ্ট। সেই ডেডিকেশনের আগুনে খুলনা টাইটানসের গান যেন আরো ঘি ঢেলেছে। এখন গানের তালে তালে নিজের দলকে উন্মাতাল সমর্থন দিতে প্রস্তুত হবে খুলনাবাসী। রাশনাফ ওয়াদুদ আর মুনের যুগলবন্দিতে গানটা জমেছেও বেশ।
২- গানে গানে শুধু ক্রিকেট কেন? একটুখানি ঐতিহ্যর সাথে পরিচিত হতেই বা দোষ কী? তাই গানের কথায় এসেছে গল্লামারী, রূপসা নদী। ইউনেস্কোর ঐতিহ্য ঘোষিত ষাট গম্বুজ মসজিদের গল্পও আছে। সবমিলে এক চিমটি খুলনার ভূগোলের সাথে পরিচিত হয়ে যাবেন আপনিও।
৩- তবে কেনই বা শুধু ঐতিহ্য? রূপালী চিংড়ির জোগানদার হওয়ায় রুপালী শহর বলে পরিচিত দেশের দক্ষিণ-পশ্চিমের কোন শহর? খুঁজে বের করুন। প্রিয় দলের খেলা কেন প্রিয়, আর তার সাথে জুড়ে থাকা জিডিপির গল্পটাও জেনে নিন চট করে।
৪- বাংলাদেশ দল অথবা বিপিএল, থিম সং বরাবরই বেশ সাড়া জাগিয়েছে। অনেক গানই আজও পুরোনো হয়নি। মাত্র ২১ ঘণ্টায় ফেসবুক আর ইউটিউবে বেশ ভালো আলোড়ন তুলেছে টাইটানসের এই গানটিও। মার চার মার ছয় টাইটানেরই হবে জয়, কী? লাগছে কেমন?
৫- Road TO BPL যাত্রায় এবারে ভিন্ন মাত্রা যোগ করেছে খুলনা টাইটানস। স্যোশ্যাল মিডিয়া পার্টনার মিডিয়াম রেয়ারের সহযোগিতায় এবারের চকচকে এই থিম সং, বেশ চমক দিয়েছে ২৪ ঘণ্টা পেরোনোর আগেই। কেমন করবে প্রিয় দল? নাকি আপনি অন্য দলের সাপোর্টার? সে দলের থিম সং কই? কথার লড়াই চলতে- চালাতে আপনারও থিম সং চাই, বুঝেছেন?