শুরু হলো হ্যারি পটার ফেস্টিভাল

ব্রিটিশ কাউন্সিলের গেট দিয়ে ঢুকতেই হঠাত সবকিছুর চেনা চেহারা পালটে গেলো। হুট করেই যেন চলে আসলাম কিংস ক্রস স্টেশনের “নাইন এন্ড আ থ্রি কোয়ার্টার” প্লাটফর্মে। বইয়ের মতন এখানেও এই গোপন প্লাটফর্ম থেকেই জাদুর দুনিয়ার শুরু। ছাদ থেকে ঝুলছে হগওয়ার্টসের বিভিন্ন হাউজের ব্যানার। গোটা জায়গাটাই হ্যারি পটারের আদলে সাজানোর চেষ্টা করা হয়েছে।

আরেকটু এগোতেই দেখা গেলো, নানান বয়েসের পটারহেডরা সবাই কালো উইজার্ড হ্যাট পরে হলরুমে বসে আছে। এদের বেশির ভাগই শিশু। হ্যারির টানে স্কুল শেষে কাঁধে ব্যাগ নিয়ে সোজা চলে এসেছে এরকম পাগলও দেখা গেলো অসংখ্য। কেউ কেউ আবার জাদুকরদের কালো আলখেল্লা পরেই এসেছে জাদুর দুনিয়ায় সামিল হতে। তাদের সবার মনে  নিয়ে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। “স্নেইপ কেন হ্যারির বাবা-মা কে মেরে ফেললো?”, “ভোল্ডেমর্ট কেন হ্যারিকে মেরে ফেলতে পারলো না?”, “আপনি স্নেইপ হলে কি করতেন?” — আধো আধো বুলিতে এরকম নানান প্রশ্নের পসরা খুলে বসেছিলো ক্ষুদে পটার  ফ্যানরা। মঞ্চ থেকে সেগুলোর উত্তরও আসছিলো এরকমই ক’জন পটারহেডের মুখ থেকেই।

আরেকটু এগিয়ে মাঠে ঢুকতেই দেখা গেলো ছোট ছোট বাচ্চারা বিভিন্ন হ্যারি পটার প্রপস নিয়ে খেলছে, ফটোবুথে ছবি তুলছে। ব্রুমস্টিকে কেউ উড়ে যাবার চেষ্টা করছে, কেউ আবার ম্যাজিক ওয়ান্ড নিয়ে জাদুটোনা করতে ব্যস্ত। রয়েছে নানান গেমসের ব্যবস্থা, ফটো কনটেস্ট। সেসব প্রতিযোগিতায় আগ্রহী অংশগ্রহণকারীরও অভাব নেই কোন।

এরকম আয়োজন বাংলাদেশে এবারই প্রথম। হ্যারি পটারের জাদুর দুনিয়ার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। আজ থেকেই শুরু হয়েছে এ উৎসব। চলবে ১৯ তারিখ পর্যন্ত। প্রতিদিনই রয়েছে ভিন্ন ভিন্ন ইভেন্ট। সামনের ৪ দিনে জুয়েল আইচের ম্যাজিক শো, ট্রেজার হান্ট, আর্ট কম্পিটিশন সহ আরো নানা আয়োজন থাকছে শিশুদের জন্য।

তাই শহুরে জীবন থেকে একটু বিরতি নিতে এক ফাঁকে ঘুরে আসতে পারেন এই জাদুর দুনিয়ায়। আর আপনি যদি হ্যারিপটারের ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটিবারের জন্য হলেও যাওয়া উচিত।