নিরবতার শেকল ভেঙে

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বিবাহিত নারীর প্রতি স্বামীর সহিংসতাই ছিল নারীর প্রতি সহিংসতার মোট হারের ৮০ শতাংশ। অর্থাৎ, ঘরের ভেতরই সহিংসতার শিকার হচ্ছেন প্রতি ১০ জনের ৮ জন নারী। আর ঘরের বাইরে? ফুটপাথে, বাসে, ক্যাফে, থিয়েটারে? এই পরিসংখ্যান খুঁজে পাওয়া খুব কঠিন হলেও নিশ্চিতভাবেই তা এর থেকে কম নয়। কারণ ঘরের বাইরে নারী আরও বেশি অরক্ষিত। তবে এই নিগ্রহ, নিপীড়ণ, নির্যাতনের কথা পুরোপুরি উঠে আসে না কেন? সহজ এ প্রশ্নের উত্তরও সহজ।

ট্যাবু।

নিজের কথা নারীর বলতে মানা। সমাজের অলিখিত নিয়মে তা অকথিতই রয়ে যায়। যদিও আশার কথা এই ট্যাবুর দেয়াল ভেঙে এগিয়ে আসছেন নারীরা। বিভিন্নভাবে তুলে ধরছেন বিভিন্ন স্তরের নারীদের না বলা কথাগুলো। এই অনুচ্চারিত কথামালা প্রকাশের এক শৈল্পিক উদ্যোগ ‘নারী নক্ষত্র’।

এ মঞ্চে নারীরা নক্ষত্রই।  নারীদের নিয়ে চিরায়িত ধারনা যে তারা শুধুই যৌনবস্তু, সেই প্রথাগত ধারনার শেকল চূর্ণ করতেই এই আয়োজন। গত ২০১৫ এবং ২০১৬ সালে অবশ্য ইংরেজি Its A She Thing  শিরোনামে অনুষ্ঠিত হয়েছে এটি। এবছর প্রথমবারের মতো বাংলায় আত্মপ্রকাশ করছে এই প্রযোজনা।

বলা বাহুল্য,নারীরাই মুখ্য এই পরিবেশনায়। দেশে দেশে কথ শত শত বিপত্তি নারীদের। প্রতিদিনের চলার পথে অথবা ঘরের দেয়ালের আধারে। যেখানেই থাকুন না কেন নারী ইস্যু নিয়ে না-বাচক কথায় সরব প্রায় সবাই। কন্টকময় কথার খোঁচায় বাদ যায় না নিজের প্রিয়জনও। এক ঝলকেই দেখা হলেই যেন মেয়েরা হয় কথার খোঁচা বা বাঁকা গল্পের যথাযথ উপলক্ষ্য। যতসব কু-সংস্কৃতি শুধুই মেয়েদের বেলায়ই। বাইরে যাওয়ার নিয়ম-ঘরে থাকার নিয়ম তো রয়েছেই। নিয়ম আর আচারের বেলায় মেয়েরাই যেন প্রথম হামলার শিকার হয়।

এ প্রযোজনার মূল অনুপ্রেরণা নারী নিগ্রহ হলেও আসলে ঈভ এনসলারের দ্য The Vagina Monologues এর অনুকরণে প্রথমে শুরু হয়। আমাদের চারপাশের সব নারীকেন্দ্রিক ইস্যু নিয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে ডিজাইন করা হয় এ শোয়ের নাটিকা। বাল্য বিবাহ,নারী নির্যাতন,ধর্ষণ,যৌন হয়রানি,যৌতুক ইত্যাদি ইস্যু প্রাধান্য পায় এসব ড্রামার বিষয় হিসেবে। অভিনেত্রীরা পেশায় কেউ নিয়মিত না হলেও বিগত বছরের মতই ব্যাঙ্গাত্বক আবহে তুলে ধরবেন সমাজে মেয়েদের নিয়ে নানা অসঙ্গতি।

পৃথিবীর অন্যতম জনবহুল শহর বলে পরিচিত এই ঢাকা শহরের মেয়েদের গল্প নিয়েই সাজানো। থাকবে সব বয়সের মেয়েদের নিয়েই গল্প,সে হোক না কেন হাল ফ্যাশন সচেতন মেয়ে অথবা ধর্মীয় আচারে সচেতন কেউ।

এমাসেরই ১৮ ও ১৯ তারিখে আবারও দেখা হবে এই চমকপ্রদ ও সচেতনতাময় পরিবেশনার সাথে।

তবে কিছু ব্যপারে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানটি প্রাপ্ত বয়স্কদের জন্য। যৌনতা, ভয়াবহতা নির্যাতনের চিত্র তুলে ধরা হবে এই পরিবেশনায়। তাই ১৩ বছরের কম বয়সের কাউকে সঙ্গে না নিতেই পরামর্শ দিয়েছেন আয়োজকরা।
বিস্তারিত আপ টু ডেট থাকতে এবং আপনার মতামত শেয়ার করতে যুক্ত হতে পারেন ‘নারী নক্ষত্রের’ ফেসবুক ইভেন্ট (https://www.facebook.com/events/664024143793454/?active_tab=about) -এ।

আর হ্যাঁ চাইলে দেখে নিতে পারেন গত বছর এর It’s a She Thing এর পারফরম্যান্স

https://www.youtube.com/watch?v=Fz-Dh9IDu74&t=352s