যার টাকা নেই তার গুগল আছে!

সাধ আছে কিন্তু সাধ্য নেই- এমনতরো দশা দিনকে দিন ঘুচে যাচ্ছে প্রযুক্তির কল্যাণে। সাধ আর সাধ্যের ব্যবধান কমাতে সবচেয়ে বেশি এগিয়ে আছে বোধকরি ইন্টারনেট-ঈশ্বর গুগল। দাপ্তরিক কাজ থেকে শুরু করে গৃহস্থালির টুকিটাকি সব কিছুতেই নতুন নতুন সেবার সন্ধান দিচ্ছে তারা। যারমধ্যে বেশ কিছু সুবিধা গুগল দিচ্ছে একদমই মুফতে, বিনাপয়সায়।

গুগল ডকস (Docs.google.com)

মাইক্রোসফট অফিসের সমস্ত কাজই করা চলে এই প্রযুক্তির সাহায্যে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টসহ সব ফিচারই আছে এখানে। এমনকী যে কেউ ১৫ গিগাবাইট জায়গাও ব্যবহার করতে পারবেন। যেকোনো ডকুমেন্ট একাধিক ব্যবহারকারীর সাথে শেয়ার, সম্পাদনা ও সংরক্ষণ করা যায়। নিজস্ব গ্রুপের সাথে চ্যাট করারও সুযোগ রয়েছে। তাই ব্যক্তিগত কিংবা দাপ্তরিক কাজের জন্য জনপ্রিয় হয়েছে ফ্রি এই সেবা।

গুগল বুকস (Books.google.com)

বই পড়ুয়ারাই জানে বই কিনে আক্ষরিক অর্থেই দেউলিয়া হওয়া যায়। পড়ার নেশার সাথে মানিব্যাগের দৌড় না মিললে খোঁজ নিন গুগল বুকসের। বিশেষত ইংরেজি সাহিত্যের ক্ল্যাসিকগুলো বিনামূল্যে পড়ে ফেলতে চাইলে এর জুড়ি নেই। নিজের আস্ত ই-লাইব্রেরি বানিয়ে ইচ্ছামত বই পড়া যাবে এখানে। লেখা যাবে রিভিউও। আর হ্যাঁ, নতুন প্রকাশিত বইও স্বল্পমূল্যে কিনে পাঠ্য তালিকায় স্থান দেওয়ার সুযোগ রয়েছে এখানে।

গুগল আর্টস অ্যান্ড কালচার (google.com/culturalinstitute/beta/)

মহৎ শিল্পকর্ম কিংবা আলোচিত সব প্রদর্শনী দেখার জন্য যেসব শিল্প রসিকের প্রাণ সারাক্ষণ আইঢাঁই করে তাদের তৃষ্ণা নিবারণের জন্য এক সমূদ্র গড়ে দিয়েছে গুগল। আর্টস অ্যান্ড কালচার অ্যাপের মাধ্যমে বিশ্বখ্যাত সব জাদুঘরে ভ্রমণ করা যাবে বিনা টিকেটেই। নিজেদের থ্রিসিক্সটি ডিগ্রি প্রযুক্তির মাধ্যমে অবিকল ঘুরে দেখা যাবে বৃটিশ মিউজিয়াম বা কোবে ফ্যাশন মিউজিয়াম। কার্ডবোর্ড ক্যামেরা থাকলে তো কথাই নেই, হারিয়ে যাওয়া যাবে ভার্চুয়াল দুনিয়ায়ও। আর হ্যাঁ, বিশ্বখ্যাত সব চিত্রকর্ম সত্যিকারের আকৃতিতেও দেখা যায় এই অ্যাপ দিয়ে।

যে সেবা নিতে পকেট নিয়মিত গড়ের মাঠ হওয়ার ভয় থাকে সেই সেবাগুলোই গুগল এনে দিচ্ছে একদমই ফ্রিতে।