স্বাধীনতার ৫০ বছরে পা দিচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী চলছে নানা আয়োজন। সে আয়োজনে ফ্যাশন হাউস কে ক্র্যাফট নিয়েছে নানা রকম উদ্যোগ। স্বাধীনতার মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে কে ক্র্যাফট এর এই প্রচেষ্টা। পহেলা মার্চ থেকে কে ক্র্যাফট এর প্রতিটি আউটলেট এবং অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে এ সকল আয়োজন।
এবারের আয়োজনে ক্যালিগ্রাফির মাধ্যমে গানের কথা ফুটিয়ে তোলা হয়েছে পোশাকে। এছাড়াও রয়েছে জামদানি মোটিফের ব্যবহার।
মহান মুক্তিযুদ্ধে প্রেরণার দেশাত্মবোধক গান থেকে বেছে নেওয়া হয়েছে ১০টি গান।
গানগুলোর মধ্যে রয়েছে- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ এমন বেশ কিছু গান।
স্বাধীনতার গানের কথা যাঁরা গায়ে জড়িয়ে দেশপ্রেমের প্রকাশ ঘটাতে চান তাঁরা বেছে নিতে পারেন এমন পোশাক। মুক্তিযুদ্ধ ও বিজয়ের পোশাকে লাল-সবুজ রঙের বৃত্তের বাইরে যাঁরা ভিন্ন কিছু পরতে চান তাঁদের জন্যই এমন উদ্যোগ।
সময়, আবহাওয়া ও পরিবেশ এর কথা মাথায় রেখে সুতি, তাঁত ও লিনেনের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে শাড়ি, কুর্তি, টপস, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের জন্য নানা পোশাকের সমৃদ্ধ আয়োজন। এছাড়াও বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।
স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই ডাই ও হাতের কাজের মাধ্যমে পোশাকে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।
এবারের আয়োজন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ সকল আউটলেটে। এছাড়াও অনলাইন শপ থেকে স্বাধীনতার আয়োজন এর পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে।