অনলাইনে হৃদরোগ আকান্তদের পরামর্শ দিচ্ছে বিট

করোনা বিস্তারের কারণে পুরো দেশ রয়েছে ‘লকডাউন’-এ। আর এই পরিস্থিতে যে কারো জন্যই ঘরের বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ। আর যাদের আগে থেকেই কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য এই সময় বের হওয়া একেবারেই উচিত নয়। তাই এই অবস্থায় হৃদরোগে আক্রান্তদের জন্য অনলাইনে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা চালু করেছে  বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিট)।

যারা গুরুতর হৃদরোগে আক্রান্ত তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হয় এবং চেকআপ প্রয়োজন হয়। কিন্তু এই পরিস্থিতিতে হাসপাতালে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এই পদ্ধতি চালু করেছে বিট।

বিশ্বের বাঙালি হৃদ্‌রোগ চিকিৎসক সংগঠন বিট। বেশিরভাগ রোগী নিয়মিত চেকআপের জন্য আসতে পারছেন না এই পরিস্থিতিতে। এ ছাড়া রক্তচাপ বেড়ে গেলে বা তিন মাস, ছয় মাস পরপর যাদের চেকআপের দরকার তারাও এখন ঘর থেকে বের হচ্ছেন না। তাছাড়া বিশ্বের হৃদ্‌রোগ ভিত্তিক প্রতিষ্ঠানগুলোও জরুরি প্রয়োজন ছাড়া রোগীদের বাইরে যেতে মানা করেছেন। পারিপার্শ্বিক এই সব কারণের জন্যই ১৫ জন হৃদ্‌রোগ বিশেষজ্ঞকে নিয়ে অনলাইন ভিত্তিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিট।

এই মাধ্যমে সেবা পেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো- ০১৭৮৬২২৯১৬১। ম্যাসেজ বা কলে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও রোগীরা পরামর্শ দিবেন ডাক্তাররা। এই নাম্বারে ফোন করা হলে, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ছোটখাটো সমস্যা এবং নিয়মিত পরামর্শের জন্য এই সময় যেনো ঘরের বাইরে যেতে না হয় এই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে বিট।