বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নবীন ও প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত হয়েছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। ‘পরম্পরা’ শব্দটির মধ্যে একটি আবাস, একটি পরিবার আর তৎসংশ্লিষ্ট সংস্কার ও ঐতিহ্য সম্পৃক্ত। উপমহাদেশের গুণী সংগীতগুরু ও শিক্ষকদের সযত্ন দীক্ষা ও শিক্ষা গ্রহণ করে পরম্পরার শিক্ষার্থীদের মধ্যে সংগীতের অনুকূল পূর্বলক্ষণ তৈরি হয়েছে। এসব শিক্ষার্থীদের খেয়াল ও ধ্রুপদ পরিবেশন এবং সরোদ, সেতার, তবলা ও এসরাজ বাদন নিয়ে নিয়মিত আয়োজন ‘সুনাদ’-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ১৭ সেপ্টেম্বর, ছায়ানট মিলনায়তনে।
দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। দলীয় সরোদ বাদনের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এককভাবে খেয়াল পরিবেশন করবেন সংগীতালয়ের শিক্ষার্থী মিরাজুল জান্নাত সোনিয়া ও শিল্পী অলোক সেন। তবলা লহরা পরিবেশন করবেন সংগীতালয়ের শিক্ষার্থী সুপান্থ মজুমদার, সাথে হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন।
দ্বিতীয় দিনের সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে দলীয় সেতার বাদনের মধ্য দিয়ে। এরপর খেয়াল পরিবেশন করবেন সংগীতালয়ের শিক্ষার্থী কানিজ হুসনা আহম্মাদী। ধ্রুপদ পরিবেশন থাকবেন সংগীতালয়ের শিক্ষার্থী অভিজিৎ এবং টিংকু শীল। পাখোয়াজ বাদনায় থাকবেন আলমগীর পারভেজ সুমন। রাতের সর্বশেষ পরিবেশনায় থাকবে দলীয় এসরাজ বাদন।
‘সুনাদ’-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্ধ্যা ৭টা থেকে ২ ও ৩ আশ্বিন ১৪২৫/ ১৭ ও ১৮ সেপ্টেম্বর, ছায়ানট মিলনায়তনে। উচ্চাঙ্গ সংগীতের দুই দিনব্যাপী এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত।