দেবী, এই শহরে

মিসির আলি আসছেন বড় পর্দায়। হুমায়ূন আহমেদের বিখ্যাত ‘দেবী’ উপন্যাসে যার আবির্ভাব আশির দশকে। সিনেমার স্ক্রিনে মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। এবারে মুক্তি পেয়েছে অনুপম রায়ের কণ্ঠে-সংগীত আয়োজনে সিনেমার দ্বিতীয় গান, ‘দু’মুঠো বিকেল’।

মফস্বলের মেয়ে রানু। শহরের এক চিলতে ভাড়া বাড়িতে যার ছোট্ট সংসারের শুরু। রানুর চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান, যিনি ছবির প্রযোজকও। আর তার ছাপোষা স্বামী আনিসের চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই জনপ্রিয় অনিমেষ আইচ।

চড়ু্ইভাতির এই সংসারেই একসময় জড়িয়ে পড়বে নীলু নামের একটি চরিত্র, যে চরিত্রটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নীলুর সংকট সমাধান করতে গিয়েই দেবীর খোঁজ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের পার্টটাইম শিক্ষক, মিসির আলি।

মফস্বল থেকে হুট করেই বড় শহরে আসা রানু আর আনিসের যুগল জীবনের কিছু মুহূর্তেরা গান করেছে ‘দু’মুঠো বিকেল’-এ। দেখা মিলেছে এই ঢাকা শহরের, একটু মফস্বলী চোখে। এক মুঠো হাতিরঝিল, একটুখানি শিশু পার্ক। যেখানে বিনোদনের খোঁজে, একটু খোলা বাতাসে শ্বাস নেয়ার আশায় ভীড় করে সবুজ গ্রাম, চঞ্চলা নদী ফেলে আসা মানুষেরা।

ছবির গল্পে রানু-আনিসের দু’মুঠো বিকেল কেমন? চলুন না দেখে নেওয়া যাক।

হাতিরঝিলে এক চিলতে বিকেল। রানু আর আনিসের খুনসুটি। ওয়াটার বাসের নিরুদ্দেশ যাত্রা।

হাতিরঝিলে মুঠো মুঠো ভালোবাসা

শিশু পার্কের ট্রেনভ্রমণ। আহা! কি মধুর! কি মধুর!

ট্রেনে চেপে আমি -তুমি

সেখানে এয়ারগানে লক্ষ্যভেদী। রানু, আনিসে খানিকটা সময় কেটেছে সে খেলাতেও।

লক্ষভেদের খেলায়

সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে ভালোবাসায় আঁকিবুকি গাছ। বাদরের খেলায় অবাক রানুর বিহ্বলতা।

অবাক রানু

স্বপ্নের মতো উড়ছে ভালোবাসা। নানা রঙের বেলুন হাতে শিশুর মতোই উচ্ছ্বসিত রানু। আহা! কি আনন্দ আকাশে- বাতাসে।

ভালোবাসার ফানুস

যখন দোলনায় ভাসে আবেগ, হাওয়ায় উড়ছে ভালোবাসা, এক শাড়ির আঁচল যখন বিকেলকে মনে করিয়ে দেয় স্তব্ধ হতে।

দোলনায় দুজনে

একসাথে ঘুরছে রানু আর আনিস, হাসিতে হাসিতে এক চক্করে মেরি-গো-রাউন্ডে।

মেরি-গো-রাউন্ডের চক্করে…

এই শহরের গল্পে খানিকটা সময় রানু-আনিসের কেটেছিল সুখে, এরপর কি হয়? কীভাবে বদলে যায় রানুর জীবনের মোড়? অপেক্ষায় থাকতেই হচ্ছে দর্শক। কারণ, জয়া আহসান প্রযোজিত অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণের ঘোষণা এখনো দেয়নি সরকারী অনুদান ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ প্রযোজনা সংস্থা।

পুরো গানটি শুনতে ক্লিক করুন নিচের লিংকে-