আসছে ৭ সেপ্টেম্বর নয়, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমাটি উপভোগ করতে দর্শকদের ধৈর্য্য ধরতে হবে আরও কিছুদিন। আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে সিনেমাটি, আপাতত তেমনই খবর মিলেছে প্রযোজক জয়া আহসানের কাছ থেকে।
সিনেমার প্রচারণায় নতুনত্বের কারণে সিনেমাটি নিয়ে শুরু থেকেই মজে আছেন দর্শকরা। রানু চরিত্রে জয়া আহসান কিংবা মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী, নিজেদের ফার্স্ট লুকের সুবাদে প্রশংসাও কুড়িয়েছেন। ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর অংশগ্রহণে দেবীর প্রচারণার সাথে যুক্ত হয়েছে পোশাকও। এর আগে দেশের পরিচিত চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরও এগিয়ে এসেছে দেবীর সহায় হতে। বাংলাদেশি তারকাদের পাশাপাশি ভারতীয় বাংলা তারকাদের শুভকামনা নিয়মিত প্রকাশিত হচ্ছে সিনেমাটির ফেসবুক পেইজে।
মুক্তির তারিখ পিছিয়ে গেলেও দর্শকের জন্য সিনেমার প্রথম গানটি কিন্তু রিলিজ হয়েছে এই ঈদেই। ‘দোয়েল পাখি কন্যারে’ গানটিতে জনপ্রিয় প্রীতম হাসানের সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা মমতাজ। গানের চলচ্চিত্রায়ণে রয়েছে গানটি ধারণের গল্পও। সব মিলিয়ে প্রচারে নানা বৈচিত্র্য এনে দেবীর প্রতীক্ষা জমজমাট করে রেখেছেন নির্মাতা-প্রযোজক উভয় পক্ষই।
তাহলে দর্শক আরও কিছুদিন নাহয় অপেক্ষায় থাকুন। জয়া আহসানের ‘সি তে সিনেমা’-্এর প্রযোজিত প্রথম সিনেমা কিংবা অনম বিশ্বাসের নির্মাণে ভরসা রেখে অপেক্ষায় থাকুন নতুন চমকের।