তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে প্রদীপ প্রজ্বলন

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পেরিয়ে গেছে ৭ বছর। আজও সেই অপূরণীয় ক্ষতি দীর্ঘশ্বাসের কারণ। তাদের প্রস্থানের ক্ষত আজও এতটুকু শুকোয়নি। দুজন গুণী মানুষের প্রস্থান এখনো কাঁদায় সকলকে। গতকাল ১৩ আগস্ট সেই শোকের আবহেই শ্রদ্ধাভরে স্মরণ করা হল তাদের মৃত্যুদিনটিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংলগ্ন রাস্তায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে নির্মিত স্মৃতিস্থাপনায় প্রদীপ প্রজ্বলিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে। তাদের গৌরবময় কর্মজীবন, চলচ্চিত্র শিল্পে তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এই দিনে প্রদীপ প্রজ্বলিত করে আসছে এই সংগঠনটি।

এই আয়োজনে উপস্থিত ছিলেন তারেক মাসুদের সহধর্মিনী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরের সহধর্মিনী মঞ্জুলী কাজী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্যবৃন্দ।

প্রদীপ প্রজ্বলনের পরে তারেক মাসুদ নির্মিত রানওয়ে, মাটির ময়না ও নরসুন্দর চলচ্চিত্র ৩টির উন্মুক্ত প্রদর্শনী হয় ছাত্রশিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে।