তবে কি জানা গেলো অ্যাভেঞ্জার্স ফোর-এর টাইটেল?

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার-এর পরের কিস্তি নিয়ে ক’দিন আগেই একগাদা ফ্যান থিওরি ছড়িয়ে পড়েছিলো ইন্টারনেটে। পরের গল্প শুরু হবে ইনফিনিটি ওয়্যারের ৫ বছর পর, টা’চালার অনুপস্থিতিতে তার বোন শুরি-ই হবে  ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা আর ব্ল্যাক উইডো চুটিয়ে রোমান্স করবে, ঘটবে লোকি’র কামব্যাক এবং কারা কারা মারা পড়ছে থানোসের সাথে পরবর্তী লড়াইয়ে, এরকম সম্ভাব্য স্পয়লারে ইন্টারনেট ছিলো সয়লাব। এর পর পর আরো কিছু থিওরিতে পাওয়া গেলো স্পাইডারম্যান হোমকামিং টু-এর সম্ভাব্য প্লট সম্পর্কে ধারণাও। যদিও হোমকামিং টু-এর ফ্যান থিওরি অনুযায়ী মুভির সম্ভাব্য টাইটেল একদমই মেলেনি। সেখানে বলা হয়েছিলো হোমকামিংয়ের সিক্যুয়েলের নাম হতে যাচ্ছে ‘স্পাইডারম্যান: ফিল্ড ট্রিপ’। কিন্তু সম্প্রতি টম হল্যান্ড-এর ইনস্টাগ্রামের সৌজন্যে আরো একবার মারভেল-এর ‘ভুল করে তথ্য ফাঁস’ নাটক মঞ্চস্থ হয়েছে। আর তাতে জানা গেছে হোমকামিংয়ের পরের কিস্তির নাম ফিল্ড ট্রিপ নয়, সেটির নাম- ‘ফার ফ্রম হোম’।

https://www.instagram.com/p/BkYzfnXlJZg/ 

তাই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না অ্যাভেঞ্জার্স ফোর বা ইনফিনিটি ওয়্যার-এর সিক্যুয়েলের টাইটেল সম্পর্কে নেটিজেন ডিটেকটিভরা যে তথ্য পেয়েছেন সেটাই সঠিক। তবে ফ্যানরা উচ্ছ্বসিত, কারণ তাদের দেয়া একটা ‘ফ্যান-থিওরি’ যে প্রায় মিলে যাচ্ছে ওই টাইটেলটির সাথে। এখনই বলে রাখি, লেখার পরের অংশে প্রচুর পরিমাণে স্পয়লার থাকতে পারে। তাই ইনফিনিটি ওয়্যার দেখা না থাকলে এখনই পড়া বন্ধ করে দিন।

এবার আসি ঘটনায়। হয়েছে কী, গত উইকেন্ডে অ্যাভেঞ্জার্স ফোর-এর সিনেম্যাটোগ্রাফার ট্রেন্ট অপালকের মনে হয়েছিলো অনেক কাজ করলাম, এবার একটু রিজ্যুমেটা আপডেট করা দরকার। সেটা করাই উচিৎ। চাকরির বাজারে সিভি হালনাগাদ করার গুরুত্বের কথা গুরুজনেরা প্রায়ই বলে থাকেন। কিন্তু গুরুজনের কথা মানতে যেয়ে জীবনবৃত্তান্তে ট্রেন্ট তার হালের অভিজ্ঞতা- অ্যাভেঞ্জার্সের নতুন মুভির নাম একেবারে টাইটেল সহই তুলে দিলেন। যেখানে টাইটেল সম্পর্কে অফিশিয়াল কোনো ঘোষণাই আসেনি।

ট্রেন্ট যতোক্ষণে ভুলটা বুঝতে পেরেছেন ততোক্ষণে অন্তর্জাল তোলপাড়। সবাই জেনে গেছে ইনফিনিটি ওয়্যারের সিক্যুয়েলের নাম হতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’। তিনি অবশ্য পরে ‘এন্ড গেম’ মুছে অ্যাভেঞ্জার্স ফোর বসিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে ‘এগুলো ইডিট করা যায়’, তবে ক্ষতি তো যা হবার হয়ে গেছে। আর তাতে ফ্যানদের আবেগ বাঁধ ভেঙেছে। কারণ এই টাইটেল সমর্থন করে একটি সাম্প্রতিক ফ্যান থিওরিকে।

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ দেখা থাকলে একটি দৃশ্যের কথা আপনাদের অবশ্যই মনে থাকার কথা যেখানে ডক্টর স্ট্রেঞ্জ থানোস-এর সাথে অ্যাভেঞ্জারদের লড়াইয়ের সকল সম্ভাব্য ফলাফল খুঁজতে থাকে। স্ট্রেঞ্জ-এর এমনটা করার কারণ ছিলো অ্যাভেঞ্জারের জয়ের সম্ভাবনার ঘটনাটা খতিয়ে দেখা। কিন্তু প্রায় ১৪ মিলিয়ন সম্ভাব্য ফলাফলের মধ্যে মাত্র একটা ফলাফলেই ছিলো সেটা। খুবই বিরল আর প্রায় অসম্ভব ঘটনা অ্যাভেঞ্জারদের জয়। তবে যখন ডক্টর স্ট্রেঞ্জ থানোসের হাতে টাইম স্টোন তুলে দেয় তখন সে আয়রন ম্যানকে বলে, “উই আর ইন দ্য এন্ড গেম নাও”। যেটা সম্ভবত থানোসকে হারানোর এন্ড গেমেরই ইঙ্গিত।

এখন ট্রেন্টের জীবনবৃত্তান্তে ‘এন্ড গেম’-এর উল্লেখে একদল ভক্ত নিশ্চিত যে এটাই হতে যাচ্ছে টাইটেল। কারণ ডক্টর স্ট্রেঞ্জ সম্ভবত সম্ভাব্য ফলাফল দেখেই থানোসের হাতে তুলে দিয়েছিলো টাইম স্টোন। অর্থাৎ ঘটনাটা ওই পরিকল্পনারই অংশ। তাই টাইটেল ‘এন্ড গেম’ হওয়ায় মিলে যাচ্ছে দুইয়ে দুইয়ে চার (পড়ুন ফোর, অ্যাভেঞ্জার্স ফোর)।

যদিও এই থিওরিতে আর এই টাইটেলে সব এমসিইউ ভক্তই সন্তুষ্ট তা বলা যাচ্ছে না। কারণ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সহ-পরিচালক জো রুসো জানিয়েছিলেন অ্যাভেঞ্জার্স ফোর-এর টাইটেল খুব সহজে প্রেডিক্টেবল কিছু হচ্ছে না। আগের মুভির ডায়লগ থেকে নেয়ার মতো সহজ তো নয় মোটেই।

‘এন্ড গেম’ দিয়েই ইনফিনিটি ওয়্যার শেষ হচ্ছে কি না তা এখন বলাটা মুশকিল। আপাতত এমসিইউ-এর পরের মুভি ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’-এ (যা মুক্তি পাচ্ছে এ সপ্তাহেই) মনোযোগ দেয়াই ভালো, যদি বা সেখান থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়। অ্যাভেঞ্জার্স ফোর-এর আগে আবার বহুল প্রত্যাশিত ‘ক্যাপ্টেন মারভেল’-ও আছে। সেটা আগামী বছরের শুরুর অংশেই।

তথ্যসূত্র: www.esquire.com