সেরার মুকুট এবার মানতাশার!

কে হতে যাচ্ছে লাক্স সুপারস্টার ২০১৮? কার মাথায় উঠবে বিজয়ের মুকুট? কেই বা হতে চলছেন মেহজাবিন, মম,  মিমদের উত্তরসূরি? এই সকল প্রশ্নের উত্তর মিলেছে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে যাওয়া চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের জনপ্রিয় এই সুন্দরী প্রতিযোগিতার নবম আসরের বিজয়ী হলেন  মিম মানতাশা। পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ পাঁচ লাখ টাকা।

তবে এর পাশাপাশি পেতে চলেছেন বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, সিনেমা ও টেলিছবিতে অভিনয়ের সুযোগ তো থাকছেই। পাশাপাশি বাংলাদেশে লাক্সের শুভেচ্ছাদূতও হচ্ছেন তিনি। লাক্স সুন্দরীদের তালিকায় সংযুক্ত হল আরও এক নতুন নাম।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি ও দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।

দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে বাছাইকৃত সেরা পাঁচজন ছিলেন চূড়ান্ত লড়াইয়ে। তারা হলেন- সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ।

দর্শকদের ভোট, বিচারকদের নম্বর ও সকল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী মিম মানতাশা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
সৌমিক ও নাবিলা উপস্থাপনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয় লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক ছিলেন সংস্কৃতি মন্ত্রী ও দেশ বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, আলী জাকের
এবং অভিনেত্রী ঈশিতা। আর প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন তাহসান খান, সাদিয়া ইসলাম মৌ, আরিফিন শুভ।