১৩টি কারণের দ্বিতীয় কিস্তি আসছে

গত বছরের এরকম সময়টায় টিভি সিরিজ দুনিয়ার সবাই মেতে ছিলো হানা বেকার এর আত্নহত্যার গল্প নিয়ে। ১৩ টি ক্যাসেটে রেকর্ড করা হানা বেকারের সেই গল্প শুনেছিলো সকল বয়েসের মানুষ। টুইটারে সেকেন্ড মোস্ট টুইটেড টিভি শো এর খেতাব জেতা বা গুগলে বছরের টপ ট্রেন্ডিং শো হওয়ার দরুণ সিরিজটির দ্বিতীয় কিস্তি যে আসবেই, তা অনুমেয়ই ছিলো।

তার ব্যতিক্রমও হলো না। এ মাসের ১৮ তারিখ নেটফ্লিক্স এই সিরিজের ২য় সিজন মুক্তির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ট্রেইলার নিয়ে মাতামাতিও কম হয়নি। পুরো পৃথিবী জুড়েই এই সিরিজটি আত্নহত্যা, টিনেজ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আরো অনেক আলোচনার জন্ম দিয়েছিলো। ‘হাইস্কুল বুলি’ বা ‘র‍্যাগিং’ এর মতো আপাতদৃষ্টিতে ছোট কোন ঘটনা কারো জীবনে কত বড় প্রভাব রাখতে পারে তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলো হানা বেকার। তবে অনেক দর্শকই ভেবেছিলেন, এই সিরিজটির ২য় কিস্তি না আসাই উত্তম। হানা বেকারের গল্প যেহেতু শেষ, সিরিজটিও তাই শেষ। কিন্তু একটি মৃত্যুই কি গল্পের শেষ ডেকে আনে?

হানা বেকার চরিত্রে অভিনয় করা ক্যাথেরিন ল্যাংফোর্ড এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বলেছেন, ‘হানা বেকারের মৃত্যুই গল্পের শেষ নয়। হানার মৃত্যুতে তার আশপাশের মানুষ, যারা এই আত্নহত্যার সাথে সরাসরি জড়িত অথবা নয়, তাদের মনস্তাত্বিক পরিবর্তন এবং পরিণতিই এবারের সিজনের মূল গল্প। তাছাড়া সমাজ কিভাবে এধরনের আত্নহত্যাকে কেন্দ্র করে আচরণ করে তাও উঠে আসবে এই সিজনে।’

সিরিজটির প্রোডাকশন টিম এবারের গল্পকে আরো মজবুত করার জন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শও নিয়েছেন। অনেক টিনেজ সেক্সুয়াল অ্যাসলট কেইস স্টাডিও করা হয়েছে সিনেমার গল্পকে বাস্তবতার সর্বোচ্চ কাছাকাছি নিয়ে যাবার জন্য।

ট্রেইলারটিতে আরেকবার চোখ বুলিয়ে নিতে পারেন এখনি।