ব্যাডবয় ‘সঞ্জু’

সঞ্জয় দত্ত। বলিউডের ব্যাডবয় তকমাধারী এই অভিনেতাকে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। কিন্তু তার মধ্যেই এক মেধাবী পরিচালক খুঁজে পেয়েছিলেন ‘মুন্না ভাই’-কে। বলছি রাজকুমার হিরানির কথা। ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ করে, ভালো চাকরি করেও নিজের জীবন বৃথা মনে হচ্ছিল তার। পরবর্তীতে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়লেন ফিল্ম এডিটিং নিয়ে। অ্যাড এজেন্সি ঘুরে বিখ্যাত পরিচালক ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সাথে শুরু করলেন কাজ করা। এডিটর হিসেবে প্রথম বড় সিনেমা ছিল ‘মিশন কাশ্মীর’।

‘সঞ্জু’ সিনেমায় আনুশকা শর্মার লুক

এরপরে নিজেই দেখা শুরু করলেন সেলুলয়েডের স্বপ্ন। সিনেমা বানানোর সেই স্বপ্নটা বাস্তব হয়ে ধরা দিতে সময় লেগেছে হিরানির। ‘মুন্না ভাই এমবিবিএস’ ছিল হিরানির প্রথম ছবি। নায়ক সঞ্জয় দত্ত। এক সিনেমা দিয়েই পুরো ইন্ডাস্ট্রি মাতিয়ে দিলেন। রোজকার প্রেম, ঝগড়া-বিবাদ, নাচ-গান আর ঢিশুম-ঢাশুম ফাইটিং সিকোয়েন্সের বাইরেও যে একটা দুনিয়া আছে, আর সেই সাধারণদের অতি সাধারণ দুনিয়াতেই আছে অসাধারণ সব গল্প, তাই আরেকবার পুরো ভারতকে মনে করিয়ে দিয়েছিলেন রাজকুমার হিরানি। যদিও বক্স অফিসের সেই সুপার হিট সিনেমা ছিল হলিউডের প্যাচ অ্যাডামস সিনেমার সার্থক বলিউডি অ্যাডাপটেশন। যদিও এই সিনেমা দিয়েই বলিউডে ব্যবসাসফল ছবি করার ফর্মুলাই পালটে যায়!

বলিউডের ব্যাডবয়, সঞ্জয় দত্ত নিজের ডুবন্ত প্রায় টাইপকাস্ট ক্যারিয়ারের বৃত্ত থেকে বেরিয়ে হয়ে উঠলেন হিরানির ডান হাত। সিক্যুয়ালেও তিনিই নায়ক। ‘লাগে রাহো মুন্নাভাই’ সিনেমাতে হিরানি পুরো ভারতকে মনে করিয়ে দিলেন গান্ধীজির অহিংসার দর্শন, উইথ অ্যা টুইস্ট। মুন্নাভাই হয়ে উঠলেন নতুন কর্পোরেট ভারতের নতুন এক ফিলোসফি!

এরপর হিরানি কাজ করেছেন আমির খান-আর মাধবন- কারিনা কাপুরকে নিয়ে। বক্স অফিসের তাবৎ রেকর্ড চুরমার করে ফেলা ‘থ্রি ইডিয়টস’ আর ‘পিকে’-র সাফল্য নিয়েও নতুন করে দর্শকদের বলার কিছু নেই। এই দুই সিনেমাতেই ভারতের শিক্ষা ব্যবস্থা আর ধর্মীয় ভেদাভেদকে নতুন মোড়কে দর্শকদের সামনে তুলে ধরেছেন নির্মাতা হিরানি আর চিত্রনাট্যকার অভিজাত যোশী।

কিন্তু মনে মনে হিরানি-অভিজাত বোধহয় মিস করছিলেন সঞ্জয় দত্তকেই, সঞ্জু বাবাকেই। তাই ‘সঞ্জু’ নিয়ে এবার হাজির তিনি! তবে এবারে সঞ্জয় দত্তকে দিয়ে আর গল্প বলাচ্ছেন না। বরং সঞ্জয় দত্তের গল্পটাই বড় পর্দায় বলবেন রাজকুমার হিরানি অ্যান্ড গং। বলিউডে ‘ডেডলি দত্ত’ নামে পরিচিত এই তারকার খ্যাতি ও কুখ্যাতি দুটো পাল্লাতেই সমান ভার। তারকা খ্যাতি, ড্রাগস, অস্ত্র মামলা, বেপরোয়া জীবন- কোনো কিছুরই কমতি নেই দত্তের জীবনে! ১৮৭টিরও বেশি সিনেমায় কাজ করা এই তারকার জেলের ভাতও খেয়েছেন টাডা মামলায় দোষী প্রমাণিত হয়ে! নিজেকে নিয়ে তৈরি হতে চলা এই সিনেমাতে জড়িয়ে আছেন ব্যাডবয় ‘সঞ্জু’ নিজেও। কারণ গল্পটা রাজু-অভিজাতকে যে বলেছিলেন তিনিই। এখন নিজের গল্প তিনি বড় পর্দায় কতটা পছন্দ করেন সেটাও দেখার বিষয়!

সিনেমাটিতে নাম ভূমিকায় আছেন রনবীর কাপুর। ‘পিকে’র ছোট্ট একটি ক্যামিওর পরে হিরানি এই সিনেমায় প্রথমবারের মতো পুরোদস্তুর কাজ করছেন রনবীরের সাথে। সঞ্জয় দত্তের চরিত্রে তার লুক ইতিমধ্যে মন কেড়ে নিয়েছে দর্শকদের। শুধু তাই নয়, সঞ্জয় দত্তের বিভিন্ন সিগনেচার মুভও রনবীর কাপুর যেভাবে আয়ত্ত করেছেন দেড় মিনিটের টিজারে সেটিও কিন্তু ভক্তদের নজর এড়ায়নি।

সিনেমায় রনবীরের সাথে আরো আছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, পরেশ রাওয়াল ও মণীষা কৈরালা। বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত বলিউডি এই সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৯ জুন। ট্রেইলারের দিশা মিলবে আজই। তবে ট্রেইলারতক টিজার চলুক।