গেল জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল পোড়ামন সিনেমার ফার্স্টলুক। সেই ধারাবাহিকতায় গতকাল মুক্তি পেল জাজ মাল্টিমিডিয়ার এই নতুন সিনেমাটির টিজার। ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবির মাহিয়া মাহি ও সাইমন সাদিক জুটি নয়, এবার থাকছে পূজা চেরী ও সিয়াম আহমেদ জুটি। পরিচালনায় থাকছেন রায়হান রাফি।
চমক শুধু এখানেই নয়, গতকাল বাংলাদেশ সময় রাত ০৯:০০টায় ৭১তম কান ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে পোড়ামন ২ এর প্রথম টিজার। পাশাপাশি জাজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে টিজারটি।
কান ফিল্ম ফেস্টিভাল থেকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক লাইভের মাধ্যমে দেখানো হয়েছে এই স্পেশাল প্রদর্শনী। টিজারের পাশাপাশি পোড়ামন সিনেমাটিও প্রদর্শিত হচ্ছে HELL & HEAVEN শিরোনামে।
গেল জানুয়ারি মাসে পোস্টারে ফার্স্টলুক প্রকাশিত হয় সিনেমাটির। নকলের অভিযোগ উঠেছিল তখন সেই পোস্টার নিয়ে। তবে বাপ্পারাজের সিনেমায় উপস্থিতি অনেকটা হালকা করে সেই বিতর্ককে।