অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ চারটি বিভাগে পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। রোববার কলম্বোয় উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। বিচারকদের রায়ে ‘হালদা’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহ সঙ্গীতের পুরস্কারও জিতে নিয়েছে।
২০১৭ সালে অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসবের আগের আসরেও তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি ঝিতেছিল সেরা চিত্রনাট্যের পুরস্কার। হালদা চলচ্চিত্রের জন্য সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত অন্য বাংলাদেশিরা হলেন- চিত্রগ্রাহক এনামুল সোহেল, সম্পাদক অমিত দেবনাথ এবং আবহ সঙ্গীতে তৌকীর আহমেদ, পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদা নন্দিতা। ‘হালদা’-এর সহকর্মীদের পক্ষে কলম্বোতে অনুষ্ঠিত সমাপনী উৎসবে পুরস্কারগুলো গ্রহণ করেন পরিচালক তৌকীর নিজেই।