“আমি সব কিছু বলে দিতে পারি। আমি যা বলি, সব সত্য হয়” – রানু
ফেসবুকের কল্যাণে শুরুটা একরকম হয়েই গেছে সত্য উদঘাটনের নতুন পালার।
গত ১৫ এপ্রিল, নতুন বাংলা বছরে আগমনীর বার্তা দিয়েছিলেন ‘দেবী’। কারণ সেদিন মুক্তি পেয়েছিল দেবীর টিজার। হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলী আসছে বড় পর্দায়, দর্শকদের উত্তেজনা তাই চরমে। টিজারে যদিও একবারের জন্যেও মিসির আলীর দেখা পাওয়া যায়নি। কেমন মানিয়েছে চঞ্চল চৌধুরীকে, মিসির আলীর চরিত্রে? সেই প্রত্যাশা এখনো শুধু পোস্টার দেখেই মেটাতে হচ্ছে উৎসুকদের।
টিজারে দেখা মিলেছে রানুর, যাকে ঘিরে ছিল দেবীর গল্প। প্রযোজক জয়া নিজেই অভিনয় করেছেন সে চরিত্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুক্তির অপেক্ষায় থাকা দেবীকে ঘিরে চলছে জোরদার এক প্রচারণা। মুক্তি পেয়েছে দেবীর ৩য় পোস্টার, যেখানে রয়েছেন জয়া ও শবনম ফারিয়া।
দেবীর জন্য শুভকামনায় জানাতে শুরু করেছেন তারকারাও। আগাম শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা, অমিতাভ রেজা চৌধুরী, বন্যা মির্জা। শুভার্থীর তালিকায় যোগ দিয়েছেন ওপার বাংলার তারকারাও। অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলী, যীশু সেনগুপ্ত, আবীর চ্যাটার্জীরা তো শুভেচ্ছা জানাতে পাঠিয়েছেন ভিডিও বার্তা।
এখন অপেক্ষা ট্রেইলারের কিংবা বলা যেতে পারে মিসির আলীর দেখা পাওয়ার। বড় পর্দায় অনম বিশ্বাসের প্রথম পরিচালনায় অপেক্ষা করছে সম্ভবত বড় কোন চমকই। দেবীর পাশাপাশি যেন যাত্রা শুভ হয় জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘C তে সিনেমা’ রও- এমনটাই প্রত্যাশা সক্কলের।