বাস্তবতার গল্প নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ’র যে তিন নাটক!

এবারের পহেলা বৈশাখ উপলক্ষ্যে গুণী তরুন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেন তিনটি নাটক। যিনি এর আগেও ভালবাসা দিবসে কাছে আসার সাহসী গল্প নির্মাণ করে দর্শক মহলে বেশ প্রশংসা পেয়েছেন। এবার তিনি জীবনের চরম বাস্তবতাকে তুলে ধরে নির্মাণ করেছিলেন তিনটি নাটক। যা দর্শকদের মনে গেঁথে গিয়েছে। অনেকেই বলেছেন বান্নাহ ভাইয়ের এবারের তিনটি নাটক থেকেই অনেক শিক্ষণীয় কিছু আছে। জীবনের বাস্তবতারই যেন প্রতিচ্ছবি এই তিনটি নাটক। নির্মাতা বান্নাহের এবারের তিনটি নাটকেই দেখা মিলেছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও মেরিল প্রথমআলো পুরস্কারের এবারের আসরের সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী অপূর্ব।

চলুন দেখে নেয়া যাক সেই তিনটি নাটক যা দর্শকদের মনে সাড়া জাগিয়েছে-

নাটক ‘তনিমা’

‘তনিমা’– তনিমা নাটকের গল্পটির শেষে সিসি ক্যামেরায় ধারণকৃত একটি  মর্মান্তিক ছিনতাই এর ঘটনা তুলে ধরা হয়েছে অর্থাৎ নাটকটির মুল ঘটনাটি নেয়া হয়েছে ১৭ই ফেব্রুয়ারি ফরিদপুরে ঘটে যাওয়া মর্মান্তিক ছিনতাই এর ঘটনা থেকে। গত ১৭ ফেব্রুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার অরুনিমা বিশ্বাস বাসা থেকে রিকশাযোগে হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে অরুনিমা রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে পাঁচ দিন পরে মৃত্যু হয় অরুনিমার। নির্মাতা বান্নাহ নাটকের সেই ঘটনারই প্রেক্ষাপটে নির্মাণ করলেন নাটক ‘তনিমা’। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেন সাফা কবির। তার বিপরীত শফিক চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। নাটকটির শুরু থেকেই দেখা যায় শফিক কাঁদের যেন খুঁজে বেড়াচ্ছে। আর হ্যাঁ, তারা আর কেউ নন, সেই ছিনতাইকারীদের। যাদের ছিনতাই কেঁড়ে নিয়েছে তার স্ত্রী কে। যার পেটে শফিকের সন্তানও ছিল। যা শফিকের জীবনকে এলোমেলো করে দিয়েছে।

নাটকের লিংক-

নাটক ‘মেয়েটার ছেলেটা’

মেয়েটার ছেলেটা– গল্পটিতে নির্মাতা বান্নাহ মধ্যবিত্তের ভালবাসার প্রকৃত চিত্র তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে নাটকটি। বহুল আলোচিত নাটক ‘মেয়েটার ছেলেটা’  টানা তিনদিন বাংলাদেশে ইউটিউব শীর্ষে ছিল। গল্পের শুরুটা বেশ রোমান্টিক হলেও শেষটা ছিল মর্মস্পর্শী। মধ্যবিত্ত পরিবারের সন্তান তন্ময়। ছোট বেলায় বাবা কে হাড়িয়ে মা কে নিয়েই সংগ্রামের পথ চলা। টিউশনি করে জীবন চালানো তন্ময়  টিউশনির ফাঁকেফাঁকে সিফাতের সাথে গল্প আর চায়ের আড্ডার মাধ্যমেই গড়ে ওঠে ভালবাসা কিন্তু এক পর্যায় বাঁধা হয়ে দাঁড়ায় সিফাতের বাবা। শেষ পর্যন্ত ভালবাসার মানুষটিকে পেয়েও সারা জীবনের জন্য হারিয়ে ফেললো সিফাত।

নাটকের লিংক-


 ‘লোকটি সৎ ছিল– নাটকটিতে একজন সৎ লোকের জীবন কাহিনী তুলে ধরেছেন নির্মাতা বান্নাহ। সেই সৎ লোকের ভুমিকায় যে লোকটি তিনি হলেন আসিফ। যিনি ছোট বেলায় পড়া আদর্শলিপি আদর্শে বড় হয়েছেন আর সাথে তার বাবার একটি কথা সবসময়ে বুকে ধারন করেছেন ‘কোনদিন অসৎ হবেনা’। কিন্তু একজন সৎ লোকের জীবনে যে কতো রকম অন্যায়ের সম্মুখীন হতে হয় তা তুলে ধরা হয়েছে নাতকটিতে। কিন্তু নাটকের আসিফ তার সততা টিকিয়ে রেখেছেন জীবনের সবথেকে কঠিন মুহূর্তেও। আর সততার বিজয় যে দেরিতে হলেও আসবেই তা তুলে ধরা হয়েছে নাটকে। আসিফের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং স্ত্রী মেরিনা চরিত্রে আছেন ইফফাত তৃষা।

নাটকের লিঙ্ক-