এক মঞ্চে আসছে দেশের জনপ্রিয় ১১টি ব্যান্ড!

১৯৮৭ সালে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে কনসার্ট দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। তার পরের বছরেই ‘বামবা’ প্রথমবারের মতো পাবলিক কনসার্ট করে। এরপর সর্বশেষ রবি আজিয়াটার সঙ্গে তিনদিনের রক ফেস্টিভ্যাল করে ২০১৪ সালে। দীর্ঘ ৪ বছর পর আবার ‘বামবা’ এর উদ্যোগে দেশের জনপ্রিয় সকল ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বামবা লাইভ চ্যাপটার ওয়ান’ কনসার্ট। ‘বামবা’ প্রেসিডেন্ট হামিদ আহমেদ জানালেন, ‘আমাদের দেশে অনেক জনপ্রিয় ব্যান্ড রয়েছে। যাদের পরিবেশনার ধরণও ভিন্ন ভিন্ন। প্রতিটা ব্যান্ডেরই রয়েছে একটা আলাদা বৈশিষ্ট্য। আর এই সকল ব্যান্ড শিল্পীদের একমঞ্চে দেখা যাবে আগামী ৩ মে। যারা একই সাথে একাধিক ব্যান্ডের গান পছন্দ করেন তাঁদের জন্যই এই আয়োজন’। আগামী ৩ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার নবরাত্রী হলে এই কনসার্ট আয়োজন করা হবে।  কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে স্কাই ট্র্যাকার।  ‘বামবা লাইভ চ্যাপটার ওয়ান’ কনসার্টে গান করবে ওয়ারফেজ, মাইলস, ফিডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও ভাইকিংস। এই কনসার্টে  নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হবে না। শুধু ফেসবুকে নিবন্ধনের মাধ্যমে যে কেউ এই কনসার্টে অংশ নিতে পারবেন। নাম নিবন্ধনের লিংকটি হলো:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeIeSpBPdrUgYJiko_3UnGpkS71oHwHntybtHEKcoEdXLJxGw/viewform