হক-আই’য়ের হক আদায়

এই তো আর এক মাস। হ্যাঁ ভাই, মার্ভেল-এর জায়ান্ট বাজেট আর স্মরণকালের সবচে’ বেশি স্টারকাস্টওয়ালা মুভি ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার’-এর শুভমুক্তির কথা বলছি। তারিখটা ২৭ এপ্রিল। তার মার্কেটিংয়ের জন্য যা যা করা দরকার সবই করা হচ্ছে। বিশ্বজুড়ে আগ্রহও পৌঁছে গেছে আকাশে। মুভির সেকেন্ড ট্রেলার রিলিজ পেলো ১৬ মার্চ। এরপর একদিনের ভেতর শুধু ইউটিউবের ভিউ পেরিয়ে গেছে ২৫ মিলিয়ন! ইউটিউবের ওয়ার্ল্ডওয়াইড ট্রেন্ডিংয়ে যে এটি এখন এক নম্বরে তা বলাই বাহুল্য।

ফ্যানরা অত্যধিক এক্সাইটেড। বোঝাই যায়। আর তাইতো আগাম টিকেট সেলের হিসেবে ইতিমধ্যেই ‘ইনফিনিটি ওয়্যার’ ছাড়িয়ে গেছে মার্ভেল-এর সর্বশেষ ভেঞ্চার ব্ল্যাক প্যান্থার-এর করা রেকর্ড।

তবে এত আনন্দের মাঝেও বেদনার বার্তা বয়ে এনেছে অন্য একটি বিষয়। আগের ট্রেলারের মতো এই ট্রেলারেও নেই ‘হক-আই’য়ের উপস্থিতি। সারাবিশ্বে ভক্তদের মাঝে বাজছে করুণ সুর। কোথায় আছেন হক-আই? কেনো এই অবহেলা? ওহ! সবশেষ পোস্টারেও তো নেই প্রিয় হক-আই!

কেনো এই নিগ্রহ? এমনকী গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি-র ম্যানটিস আর ডক্টর স্ট্রেঞ্জ-এর ওং ও পোস্টারে উপস্থিত। হক-আই নেই কেনো? মার্ভেল, এ কেমন বিচার? পোস্টারের উপরে ক্রেডিট লিস্টেও নাম নেই হক-আই চরিত্রে রূপদানকারী জেরেমি রেনার-এর। তবে আইএমডিবিতে মুভির পূর্ণাঙ্গ কাস্ট লিস্টে ঠিকই জ্বলজ্বল করছে তাঁর নাম।

এমনিতে অ্যাভেঞ্জার্স-এ হক-আই একটু আন্ডাররেটেড। নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে যাচ্ছেন, কিন্তু লাইমলাইট কেড়ে নেয় অন্যরাই। ঠিক যেমন আমাদের ক্রিকেটের সুপারহিরো মাহমুদুল্লাহ রিয়াদ। ডিসি’তে হক-আইয়ের কাউন্টারপার্ট ‘অ্যারো’ (ওই আর কি তীর-ধনুক নিয়ে ঘোরাঘুরি করে সে বিবেচনায়) যতোটা এক্সপোজার আর গুরুত্ব পায়, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ব্ল্যাক উইডো’র সাথে হালকা-পাতলা রোমান্সের সুযোগ পাওয়া ছাড়া তেমন একটা কিছু জোটাতে পারেননি তিনি। কিন্তু তা বলে ফ্যানদের ভালোবাসা কম কামাননি। এখন মুভিতে থাকলে পোস্টারেও জায়গা পাবার ‘হক’ তো তার আছেই। সেটা যখন পূরণ হয়নি, ফ্যানরা তো আর বসে থাকবেন না। উৎসাহী এক ভক্ত ঠিকই নিজের দুঃখ ভোলাতে হক-আই’কে রেখে বানালেন একটি পোস্টার। আর কি নির্মম পরিহাস! ইনস্টাগ্রামে সেটা শেয়ার দিলেন স্বয়ং ‘হক-আই’ জেরেমি রেনার।

পোস্টটির আড়ালে হক-আইয়ের দীর্ঘশ্বাসটাও কি টের পাওয়া যাচ্ছে না? সবাই কোথায় হক-আই বলে কাঁদছে অথচ কেউ একবারও জিজ্ঞেস করেনি, আচ্ছা, আছো কেমন ক্লিন্ট? (বার্টন, হক-আইয়ের পুরো নাম)

কেউ কি নেই যে এই বেদনার দিনে বুকে টেনে নেবে হক-আইকে??

দুঃখটা বুঝতে তার এ দেশীয় ফ্যানরা দেরি করেননি কিন্তু।

তবে সান্ত্বনার মোক্ষম মলমটা লাগিয়েছে ‘নাইনগ্যাগ’। কে বলে হক-আই নেই? সে আছে অ্যাভেঞ্জার্সের চেতনায়। সে আছে সবজায়গায়। দলে থেকেও প্রোমোশনে না থাকায় হক-আইয়ের অবহেলিত হক কিছুটা হলেও আদায় হয়েছে এ পোস্টারটিতে।

এমনিই মুভিটা এলে থিয়েটারে যেতাম। এখন হক-আইয়ের অনুপস্থিতির অবহেলা দেখাটাকে হকে পরিণত করলো।